চলতি সময়টা ভারতীয় ক্রিকেটের (Team India) জন্য একেবারেই ঠিকঠাক যাচ্ছে না। একে তো একগাদা প্রথম সারির ক্রিকেটারদের চোট। আর গোদের ওপর বিষফোঁড়ার মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। দীর্ঘ দশ বছর ভারতের সামনে ছিল আইসিসি ট্রফি জেতার সুযোগ। তবে ওভালে অনুষ্ঠিত সেই ম্যাচে ২০৯ রানে পরাস্ত হয়ে সেই আশারও সলীল সমাধি ঘটে গিয়েছে। এখন সামনের দিকে তাকানো ছাড়া কোন উপায় নেই। আর তার জন্য জোরকদমে কাজ শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
অস্ট্রেলিয়া ম্যাচে ব্যাটিং ও বোলিং, কোন কিছুতেই ভারতীয় দল ছাপ রাখতে পারেনি। রোহিত, বিরাট, গিলের মতো ব্যাটসম্যানরা পুরোই ফ্লপ করেন। রান আসে একমাত্র অজিঙ্কা রাহানের ব্যাট থেকে। বল হাতেও আহামরি কিছু করতে পারেননি টিম ইন্ডিয়ার বোলাররা। সামি, সিরাজ, শার্দূলদের হেলায় উড়িয়ে দেন স্টিভ স্মিথ ট্র্যাভিস হেড’রা। তাই এবার ভারতীয় দলে পরিবর্তন দেখতে চাইছে বোর্ড কর্তারা। আর সেটা শুধু টেস্ট নয়, তিন ফর্ম্যাটেই আমূল পরিবর্তন করা হতে পারে। সেক্ষেত্রে পাঁচজন ক্রিকেটারকে অবসর নিতে বাধ্য করে দেখানো হবে বাইরের পথ। এবার দেখে নেওয়া যায় কারা আছেন সেই তালিকায়।
শিখর ধাওয়ান

এই তালিকায় যে নামটা ওপরের দিকে থাকবে তা হল শিখর ধাওয়ান। এই মুহূর্তে ধাওয়ানের অবসর নেওয়ার কোন চিন্তাভাবনা না থাকলেও, বিসিসিআই অবশ্য চাইবে না তাকে দলে দেখতে। তাই তাকে ভেতরে ভেতরে জোর করে অবসর নেওয়ানো হতেই পারে। আসলে শিখর ধাওয়ানের বয়স ৩৭ পেরিয়েছে। যদিও তার সাথে ফিটনেসের সমস্যা নেই, বয়সের সাথে সাথে রিফ্লেক্স দুর্বল হয়ে পড়েছে। চলতি বছর বিশ্বকাপ হবে ভারতে। আর টিম ইন্ডিয়ায় এখন তার কোন জায়গা নেই। এমন পরিস্থিতিতে তার জন্য ঝামেলা বাড়বে। কারণ তাকে নিয়ে ভবিষত্যের কোন পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। তাই জোর করেই হয়তো অবসর নেওয়ানো হতে পারে ‘গব্বর’-কে।
Read More:“ক্রিকেটের জন্য ত্যাগ করেছে …” বিরাট কোহলির সাফল্যের সিক্রেট ফাঁস করলেন ঈশান্ত শর্মা !!
উমেশ যাদব

ভারতীয় দলের ফাস্ট বোলার উমেশ যাদবকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে সম্পূর্ণ অসহায় দেখায় এবং ক্যাঙ্গারু দলের ব্যাটসম্যানরা তাকে নাস্তানাবুদ করে। একই সঙ্গে ইনজুরি ও বয়সের কারণে এবার তাকে টেস্ট ক্রিকেট তথা দল থেকে বিদায় জানাতে পারে বিসিসিআই। আর তার জায়গায় কোন তরুণ তুর্কিকে সুযোগ করে দেওয়া হতে পারে। উমেশ যাদবের বয়স এখন ৩৫ বছর এবং তিনি একটানা টিম ইন্ডিয়াতে সুযোগও পান না। যার কারণে সে তার ছন্দ খুঁজে পান না। আরেকটি কারণ হল টিম ইন্ডিয়া বর্তমানে তরুণ খেলোয়াড়দের বেশি সুযোগ দিচ্ছে, যার কারণে এখন উমেশ যাদবকে দল থেকে চিরকালের জন্য বাইরের পথ দেখানো হতে পারে।
দীনেশ কার্তিক

এই তালিকায় আরেকটি বড় নাম অবশ্যই দীনেশ কার্তিক। চলতি সময়ে একেবারেই ফর্মের ধারেকাছে না থাকায় তাকেই অবসরের পথে ঠেলতে পারে বিসিসিআই। এবারের আইপিএলে একেবারেই ছন্দে ছিলেন না কার্তিক। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে তার ব্যাট থেকে রানই আসেনি। সেটাকে মাথায় রাখলে আগামী বছর অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপে তিনি টিম ইন্ডিয়ায় জায়গা করে নিতে পারবেন না। তার ওপর ঋষভ পন্থ ফিট হয়ে উঠলে ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যানের তালিকায় থাকবেন তিনি ও ইশান কিষাণ। সব মিলিয়ে জাতীয় দলের আঙিনায় কার্তিকের ভবিষ্যত যথেষ্ট অন্ধকার। এই মুহূর্তে কার্তিকের বয়স ৩৮। তাই নতুন করে টিম ইন্ডিয়াকে তার দেওয়ার কিছুই নেই।
ভুবনেশ্বর কুমার

এই তালিকায় ভুবনেশ্বর কুমার নাম দেখলে অনেকেই চমকে যেতে পারেন। তবে বিষয়টা আতস কাঁচের নীচে ফেলে দেখলে বোঝা যাবে, আস্তে আস্তে অবসরের পথেই এগোচ্ছেন ভুবি। টেস্ট ক্রিকেট থেকে অনেকদিন হল নাম কেটে গিয়েছে তার। সাদা জার্সিতে তাকে দেখাই যায় না। শুধুমাত্র ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে দেশের জার্সি গায়ে মাঠে নামেন তিনি। এবার এই দুই ফর্ম্যাট থেকেও বিসিসিআইয়ের চাপে টাটা বাইবাই বলতে হবে ডানহাতি এই পেসারকে। চলতি বছর দেশের মাটিতে ওয়ানডে ক্রিকেটের আসর বসতে চলেছে। আর এই টুর্নামেন্টে ভারতের শীর্ষ দুই পেসার হলেন মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ। এই দু’জনকে সরিয়ে ভুবির পক্ষে প্রথম দলে সুযোগ করে নেওয়া কঠিন। সব মিলিয়ে তাই খুব শীঘ্রই শেষ হতে চলেছে তার কেরিয়ার।
চেতেশ্বর পুজারা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের হার ভারতীয় ক্রিকেটে অনেক কিছু পরিবর্তন করতে পারে। আর তার মধ্যে রয়েছে চেতেশ্বর পুজারার কেরিয়ারও। হ্যাঁ, ওভালে অজিদের বিরুদ্ধে ব্যাট হাতে চূড়ান্ত ফ্লপ করার পর বিসিসিআই এবার তাকে বাইরের রাস্তা দেখাতে পারে। ২০১০ সালে প্রথমবার দেশের হয়ে টেস্ট ম্যাচ খেলেন পুজারা। এরপর ধীরে ধীরে তিনি টিম ইন্ডিয়ার টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। তবে ৩৫ বছরের পুজারাকে এই মুহূর্তে কিছুটা নড়বড়ে দেখাচ্ছে। তার টেকনিকে যেন ক্ষয় ধরেছে। আর সেটাকে মাথায় রেখেই দলে তরুণ খেলোয়াড়দের দেখতে চাইছে টিম ম্যানজমেন্ট। তাই আগামীদিনে ভারতীয় দলের এই ‘দেওয়াল’ ভেঙে পড়লে অবশ্যই অবাক হওয়ার কিছুই থাকবে না।