রাহুল দ্রাবিড় (১৯৯৬):
ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের একজন সফল ডানহাতি ব্যাটসম্যান হলেন রাহুল দ্রাবিড়। দ্রাবিড় ভারতীয় দলের সর্বকালের শ্রেষ্ট নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসাবে পরিচিত ছিলেন। দ্রাবিড় বহুদিন ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন। ১৯৯৬সালে দ্রাবিড় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নিজের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন এবং অভিষেক ম্যাচে তিনি ৯৫রান করে সারা ক্রিকেট বিশ্বে আড়োলন ফেলে দিয়েছিলেন। তার অভিষেক ম্যাচে প্লেয়িং ইলেভেনে যারা খেলেছিলেন তারা হলেন-
বিক্রম রাঠোর,নয়ন মোঙ্গিয়া,সৌরভ গাঙ্গুলী,সচিন তেন্ডুলকর,মোহাম্মদ আজহারউদ্দিন,অজয় জাদেজা,রাহুল দ্রাবিড়,অনিল কুম্বলে,জাভাগল শ্রীনাথ,পরশ মামরে,ভেঙ্কটেশ প্রাসাদ।