বিরাট কোহলি (২০০৮)
বর্তমান ভারতীয় ক্রিকেটের অধিনায়ক হলেন বিরাট কোহলি যিনি ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অভিষেক করেন। বিরাট তার অসাধারণ ব্যাটিং এবং ফিটনেসের জন্য সারা ক্রিকেট দুনিয়া বিখ্যাত। শ্রীলংকার বিরুদ্ধে কোহলি তার অভিষেক ম্যাচে মাত্র ১২ রানে করেই আউট হয়ে যান এবংহ ভারতীয় দল সেই ম্যাচ ৮ উইকেটে হারে। তার অভিষেক ম্যাচে প্লেয়িং ইলেভেনে যারা খেলেছিলেন তারা হলেন
গৌতম গম্ভীর,বিরাট কোহলি,সুরেশ রায়না,যুবরাজ সিং,রোহিত শর্মা,এম এস ধোনি,ইরফান পাঠান,হরভজন সিং,জাহির খান,প্রজ্ঞান ওঝা,মুনাফ প্যাটেল।