৫ সফল ভারতীয় অধিনায়ক এবং তাদের প্রথম প্লেয়িং ইলেভেন 1

এম এস ধোনি (২০০৪):

 

৫ সফল ভারতীয় অধিনায়ক এবং তাদের প্রথম প্লেয়িং ইলেভেন 2

ভরতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক হলেন এম এস ধোনি। তার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল আইসিসি র ৩টি বড়ো ট্রফি জিতেছে যা আজ পর্যন্ত্য বিশ্বের কোনো অধিনায়ক করে দেখতে পারেননি। ২০০৪ সালে ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অভিষেক করেন এবং অভিষেক ম্যাচেই তিনি শুন্য রান করে আউট হয়েছিলেন।

প্লেয়িং একাদশ

 

সৌরভ গাঙ্গুলী,সচিন তেন্ডুলকর,যুবরাজ সিং,রাহুল দ্রাবিড়,মোহাম্মদ কাইফ,শ্রীধরন শ্রীরাম,এম এস ধোনি,অজিত আগারকার,ইরফান পাঠান,যোগিন্দর শর্মা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *