ভারতীয় ক্রিকেট ইতিহাসে আমরা বহু সফল ক্রিকেটদের দেখে থাকি যারা পরবর্তীতে ভারতীয় সফল অধিনায়ক হিসাবেও পরিচিত হয়েছেন। ভারতীয় ক্রিকেট খেলোয়াড় তৈরির আঁতুরঘর হিসাবেও বিশ্ব ক্রিকেটে বহুল প্রচলিত। ভারতীয় ক্রিকেটে বেশ কিছু সফল অধিনায়ক আছেন যারা ভারতের মাটিতে ছাড়াও বিদেশের মাটিতে নিজেদের অধিনায়কত্বের সাফল্য বজায় রেখেছেন। আমরা এখানে ৬জন ভারতীয় খেলোয়াড়দের নিয়ে আলোচনা করবো যারা একজন সফল ভারতীয় অধিনায়ক হিসাবে পরিচিতি পেয়েছেন।
সৌরভ গাঙ্গুলী (১৯৯২):
ভারতীয় ক্রিকেটের সফল এবং ডাকাবুকো অধিনায়ক হিসাবে পরিচিত সৌরভ গাঙ্গুলী ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অভিষেক করেন। বাঁহাতি এই ব্যাটসম্যান তার অভিষেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৩রান করেই আউট হয়ে গিয়েছিলেন এবং ভারত সেই ম্যাচটি ৬ উইকেটে হেরে যায়।
প্লেয়িং একাদশ
নাভজোৎ সিং সিধু,কৃষ্ণমাচারী শ্রীকান্ত,সঞ্জয় মাঞ্জেরেকার,সচিন তেন্ডুলকর,মোহাম্মদ আজহারউদ্দিন,সৌরভ গাঙ্গুলী,মনোজ প্রভাকর,কপিল দেব,কিরণ মোরে,ভেঙ্কটপতি রাজু,জাভাগল শ্রীনাথ।