সবথেকে বেশি ডট বল
প্রাক্তন ভারতীয় অফ স্পিনার হরভজন সিং এর ঝুলিতে রয়েছে আইপিএল এর ইতিহাসে সর্বাধিক ডট বল করার রেকর্ড। হরভজন সিং এখনো অবধি তার আইপিএল কেরিয়ারে মোট ১২৬৮টি ডট বল করেছেন। তার পরেই এই রেকর্ডের তালিকাতে রয়েছে আরো দুজন ভারতীয় যারা হলেন রবিচন্দ্রন অশ্বীন এবং ভুবনেশ্বর কুমার। তাই তারাও এই বছর এই রেকর্ড ভাঙতে পারেন বলে মনে করা যাচ্ছে।