Ind vs sa, bcci
Team India | Image: Getty Images

বড় টুর্নামেন্টে চাপ সামলানোর অভিজ্ঞতা

surya-to-lead-india-in-t20-world-cup
Team India | Image: Getty Images

ভারতীয় দল ICC এবং ACC টুর্নামেন্টের বড় মঞ্চে খেলার অভিজ্ঞতায় পরিপূর্ণ। এশিয়া কাপে সবথেকে শক্তিশালী ও অভিজ্ঞ দল হলো ভারত। দলে এমন এমন খেলোয়াড়রা রয়েছেন যারা চাপের মুহূর্তে নিজেদের সেরাটা দিয়ে দলকে কঠিন পরিস্থিতি থেকে বার করেন। এশিয়া কাপ ২০২৫ হবে টানটান উত্তেজনার এক ক্রিকেট যুদ্ধ। প্রতিটি দলই চেষ্টা করবে নিজেদের সেরাটা দিতে। তবে সবদিক বিচার করলে ভারতীয় দল সবথেকে ভারসাম্যপূর্ণ এবং ভারতের কাছেই সবথেকে বড় সুযোগ এই টুর্নামেন্ট জেতার। চাপ সামাল দিতে পারলেই ভারতের এই এশিয়া কাপ জয় নিশ্চিত।

Read Also: Top 5: ৫ জন ভারতীয় তারকা এই বছর‌ই ইতি টানছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *