দলে একাধিক দক্ষ অলরাউন্ডার

ভারতীয় দলে এখন একাধিক কার্যকর অলরাউন্ডার রয়েছেন। টি-টোয়েন্টি ফরমেটে অলরাউন্ডার এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে আর ভারতীয় দলে বিশ্বমানের অলরাউন্ডাররা রয়েছেন। হার্দিক পাণ্ডিয়া ও অক্ষর প্যাটেল এই মুহূর্তে ব্যাট বল এবং ফিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন যা টিম ইন্ডিয়ার কাছে বোনাস পয়েন্ট। আইসিসির তালিকায় অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে রয়েছেন হার্দিক পান্ডিয়া। তাছাড়া, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অক্ষর প্যাটেল (Axar Patel) যেভাবে নিজের দক্ষতা প্রমান করেছেন তাতে তাকে দল থেকে বাদ দিতে একাধিকবার ভাবতে হতে পারে নির্বাচকদের। হার্দিক, অক্ষর ছাড়াও অভিষেক শর্মা (Abhishek Sharma), হার্ষিত রানা (Harshit Rana) ও রিয়ান পরাগ (Riyan Parag) রয়েছেন যারা অলরাউন্ডার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।