Ind vs sa, bcci
Team India | Image: Getty Images

২০২৫ সালের এশিয়া কাপ (Asia Cup 2025) ঘিরে শুরু হয়ে গেছে ব্যাপক উত্তেজনা। এবারের এশিয়া কাপেও একই গ্রূপে রাখা হয়েছে পাকিস্তানকে। তাছাড়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতন শীর্ষ এশীয় দলগুলোকে অন্য গ্রুপে রাখা হয়েছে। মোট ৮টি দল নিয়েই এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হতে চলেছে। আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে এবার এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।  ভারত এবার এশিয়া কাপে অন্যতম বড় ফেভারিট। ২০২৩ সালের এশিয়া কাপেও ভারতীয় দল জয়লাভ করেছিল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়ার লক্ষ থাকবে এবারের এশিয়া কাপে ট্রফি ডিফেন্ড করে আধিপত্য বজায় রাখতে। ভারতীয় দলের কাছে এই ৫টি কারণ রয়েছে যাতে তাঁরা আবার এশিয়া কাপের চ্যাম্পিয়ন হতে পারে।

শক্তিশালী ব্যাটিং লাইনআপ

Abhishek Sharma and Tilak Varma
Abhishek Sharma and Tilak Varma | Image: Getty Images

ভারতের ব্যাটিং লাইনআপ বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর। শুরুতেই অভিষেক শর্মা (Abhishek Sharma) ও সঞ্জু স্যামসনের (Sanju Samson) আগ্রাসী ব্যাটিং দলকে ফ্লাইং স্টার্ট দিতে চলেছে। এরপর, তিলক ভার্মার (Tilak Varma) শান্ত মেজাজের ব্যাটিং দলকে সামঞ্জস্যতা বজায় রাখতে সাহায্য করবে। মিডিল অর্ডারে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটাররা একত্রে যেকোনো বোলিং আক্রমণকে ধ্বংস করতে পারেন। ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার পর্যন্ত ভারতীয় ব্যাটিং এমনভাবে গড়ে উঠেছে, যা প্রতিপক্ষের ওপর দ্রুত চাপ সৃষ্টি করতে পারে। তাছাড়া, শেষের দিকে অক্ষর প্যাটেল (Axar Patel), রিংকু সিংদের (Rinku Singh) মতন তারকা ক্রিকেটাররা দ্রুত রান বানাতে থাকেন।

Read More: Asia Cup 2025: এশিয়া কাপের মঞ্চে কামব্যাক, বুমরাহর আগমনে উত্তেজনা তুঙ্গে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *