কেভিন পিটারসন
কেভিন পিটারসনকে আইপিএল ২০০৯ আর ২০১০এ আরসিবির হয়ে খেলার সুযোগ দেওয়া হয়েছিল। তিনি এই দুই আইপিএলে মোট ১৩টি ম্যাচে আরসিবির হয়ে খেলেছিলেন। এর মধ্যে তিনি ৩২.৯০ এর দুর্দান্ত গড়ে ৩২৯ রান করেন। কেভিন পিটারসনের এই দুর্দান্ত প্রদর্শন সত্তেও আরসিবি ভুল করে তাকে রিলিজ করে দিয়েছিল। পিটারসনকে এরপর আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস কিনে নেয় আর তিনি দিল্লির হয়ে জমিয়ে রান করেন আর আরসিবির এই সিদ্ধান্তকে ভুল প্রমানিত করেন।