দীনেশ কার্তিক
দীনেশ কার্তিকও আরসিবি দলের হয়ে ২০১৫য় আইপিএলে খেলেছিলেন। তিনি আরসিবির হয়ে ১৬টি ম্যাচে ১৪১ রান করেছেন। তাকেও রিলি করতে আরসিবি তড়িঘড়ি করে। কারণ ২০১৫র আইপিএলের পর থেকে দীনেশ কার্তিকের ব্যাট দারুণ চলছে। ২০১৬ আর ২০১৭য় তিনি গুজরাট লায়ান্সের হয়ে জমিয়ে রান করেন। ২০১৮ থেকে তিনি কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক। এর মধ্যে তার ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে আর তিনি ভারতের হয়েও টি-২০ ক্রিকেটে ভালো প্রদর্শন করেছেন।