আইপিএল ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন দল ছিল রাজস্থান রয়্যালস (RR)। প্রখ্যাত কিংবদন্তি তারকা সেন ওয়ার্ন-এর নেতৃত্বে রাজস্থান রয়্যালস দল তাদের প্রথম আইপিএল শিরোপা জয় করে। ২০০৮ সালে প্রথম ও শেষবার বড় সাফল্য এসেছে রাজস্থানের, এরপর ২০২২ সালে দ্বিতীয়বার ফাইনালে পৌঁছানোর সুযোগ এসেছিল ফ্রাঞ্চাইজির কাছে। কিন্তু মেগা ফাইনালে স্যামসন (Sanju Samson) বাহিনীকে পরাস্ত করে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্স। গত বছরেও ভালো সূচনা করার পর প্লে অফে গিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে পরাস্ত হয়ে ছিটকে যেতে হয়েছে টুর্নামেন্ট থেকে। আসন্ন আইপিএলের আগে ছয়জন খেলোয়াড়কে বাছাই করে নিলো ফ্রাঞ্চাইজি। রাজস্থান রয়্যালস দলে সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, দ্রুব জুড়েল, শিমরণ হেটমায়ার ও সন্দীপ শর্মাকে ধরে রেখেছে। আসন্ন আইপিএলের জন্য নিলামের মঞ্চে বেশ কিছু টার্গেট ইতিমধ্যেই বানিয়ে রেখেছে রাজস্থান ফ্রাঞ্চাইজি।
১. জস বাটলার

ইংল্যান্ড দলের তারকা ব্যাটসম্যান জস বাটলারকে নিলামের আগেই মুক্তি দিয়েছিল রাজস্থান রয়্যালস (RR)। ফ্রাঞ্চাইজি আবার তাদের দলের ওপেনারকে ফিরিয়ে নিতে চাইবে, ফ্রাঞ্চাইজির হয়ে গত তিন মৌসুমে সেরা ব্যাটসম্যান ছিলেন তিনি। ২০২২ সালের আইপিএলে বাটলার ৮৬৩ রান বানান পুরো টুর্নামেন্ট জুড়ে এবং গত দুই মরশুমে ৪০০’এর কাছাকাছি রান বানিয়েছিলেন তিনি। জসকে নিলামের আগেই ধরে রাখতো রাজস্থান ফ্রাঞ্চাইজি, তবে তিনি নিজের দর বিচার করতে চেয়েছেন যে কারণে তাকে নিলামের মঞ্চে দেখতে পাওয়া যাবে। বাটলারকে ফ্রাঞ্চাইজি আবার দলে শামিল করতে চাইবে।
Read More: শেষমুহূর্তে কপাল খুললো চেতেশ্বর পূজারার, ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগেই নিলেন এন্ট্রি !!
২. অর্জুন তেন্ডুলকর

তালিকায় রয়েছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরও, জানা গিয়েছে বিগত কয়েকটি ঘরোয়া ম্যাচে অর্জুন তেন্ডুলকরের পারফরমেন্সে বেশ খুশি হয়েছেন রাজস্থান ফ্রাঞ্চাইজির নতুন কোচ রাহুল দ্রাবিড়, তাই অর্জুনকে নিলামের মঞ্চে অর্জুনকে কিনতে চায় ফ্রাঞ্চাইজি। রাহুল দ্রাবিড় তরুণ খেলোয়াড়দের বেশ পছন্দ করেন। এবার রাহুলের পছন্দের তালিকায় উঠে এসেছেন অর্জুন তেন্ডুলকর। গত কয়েক মৌসুম জুড়ে অর্জুন মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গেই রয়েছেন। রাজস্থান দলের একজন বোলিং অলরাউন্ডারের প্রয়োজন। সেখানে অর্জুন হতে পারে সেরা বিকল্প। অবশেষে তার দলের পরিবর্তন হতে পারে।
৩. মোহাম্মদ সিরাজ

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj)। এবার আইপিএল নিলামে মোহাম্মদ সিরাজকে রিটেন করেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। ফ্রাঞ্চাইজির হয়ে বিগত কয়েক ম্যাচে সিরাজ দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তবে গত মৌসুমে তার বাজে পারফরমেন্সের পর তাকে এবছর রিটেন করলো না রয়্যাল চ্যালেঞ্জার্স দল। সিরাজকে এবার দলে টানতে চাইবে রাজস্থান রয়্যালস। আসলে, কোচ রাহুল দ্রাবিড়ের পছন্দের পাত্র হলেন মোহাম্মদ সিরাজ। ভারতীয় দলের সঙ্গে কাজ করার সময় সিরাজের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল দ্রাবিড়ের। এবার মোহাম্মদ সিরাজকে দলের প্রমুখ বোলার বানাতে নিলামের মঞ্চে বসবেন রাহুল দ্রাবিড়।
৪. হ্যারি ব্রুক

ইংল্যান্ড দলের তারকা ব্যাটসম্যান হ্যারি ব্রুককে (Harry Brook) শামিল করতে চাইছে রাজস্থান ফ্রাঞ্চাইজি। রাজস্থান দল নিলামের আগে কেবলমাত্র একজন বিদেশি খেলোয়াড়কে ধরে রেখেছে। তবে দলের এবার একজন মিডিল অর্ডার ব্যাটসম্যানের বেশ প্রয়োজন রয়েছে। বিদেশি মিডিল অর্ডার ব্যাটসম্যান এবং দ্রুত গতিতে রান বানাতে মাহির ব্রুক। ইংল্যান্ড তথা নানান ফ্রাঞ্চাইজি ক্রিকেটে রুদ্ধশ্বাস ব্যাটিং করেছেন তিনি। গত বছর আইপিএলে দিল্লি ক্যাপিটালস তাকে দলে শামিল করলেও ব্যাক্তিগত কারণের জন্য আইপিএল খেলতে আসেননি তিনি। তাছাড়া আইপিএলে যখন অভিষেক করেছিলেন, সে বছর কেবলমাত্র একটি ম্যাচ ব্যাতিত বাঁকি ম্যাচ গুলিতে সম্পূর্ণ ফ্লপ হয়েছিলেন।
৫. মার্কাস স্টয়নিস

রাজস্থান রয়্যালস (RR) দলের তালিকায় রয়েছেন অজি তারকা মার্কাস স্টয়নিস। চলতি সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটের বেশ জনপ্রিয় খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি। অজি অলরাউন্ডার গত কয়েকটি মৌসুমে লখনৌ সুপার জায়ান্টস দলের হয়ে খেলে এসেছেন। গত মৌসুমে ফ্রাঞ্চাইজির হয়ে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছিলেন তিনি, তবুও তাকে রিটেন করেনি ফ্রাঞ্চাইজি। যদিও রাজস্থান রয়্যালস দলের চোখ রয়েছে অজি তারকা মার্কাস স্টয়নিসের উপর, বাটলারকে মুক্তি দেওয়ার পর এবার বিদেশি টপ অর্ডার ব্যাটসম্যানের খোঁজে থাকবে ফ্রাঞ্চাইজি। অজি তারকা স্টয়নিসকে শামিল করলে ব্যাটিংয়ের সুবিধার পাশাপশি তার থেকে বোলিংয়ের সুবিধা পাবে ফ্রাঞ্চাইজি।