গত মৌসুমের আইপিএল চ্যাম্পিয়ন দল হলো কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীরকে মেন্টর বানানোর পর ভাগ্য খোলে কলকাতা নাইট রাইডার্স দলের। ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে তৃতীয় বারের জন্য আইপিএল ট্রফি জয় করে কলকাতা। তবে স্বপ্নের দল ভেঙে গেল বছর ঘুরতে না ঘুরতেই। আসন্ন আইপিএলের আগে ছয় জন খেলোয়াড়কে রিটেন করেছে KKR দল। ফ্রাঞ্চাইজি রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, রামন্দ্বীপ সিং ও হার্ষিত রানাকে রিটেন করেছে। ২০২৪ সালের আইপিএলে ট্রফি জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) প্রথম রিটেনশন করতে রাজি ছিল কলকাতা ফ্রাঞ্চাইজি, তবে শ্রেয়স নিজেই রাজি হননি দলের হয়র থাকতে। এই পরিস্থিতিতে দলকে নতুন অধিনায়ক খুঁজে নিতে হবে নিলামের মঞ্চ থেকে।
১. ফিলিপ সল্ট
Read Also: শেষমুহূর্তে কপাল খুললো চেতেশ্বর পূজারার, ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগেই নিলেন এন্ট্রি !!
২. মিচেল স্টার্ক
শুধু ফিলিপ সল্ট (Philip Salt) নয় কলকাতা নাইট রাইডার্স দল অজি তারকা প্লেয়ার মিচেল স্টার্ককে (Mitchell Starc) দলে পেতে চাইবে। গত মৌসুমে স্টার্ক তার আইপিএল কামব্যাক ভালো ভাবে করতে পারেননি। তবে তিনি যেভাবে তার শেষ দুই ম্যাচে পারফরমেন্স করেছিলেন তাতে সানরাইজার্স হায়দ্রাবাদের মতন শক্তিশালী দলকে নিজের আঙুলের ইশারায় নাচিয়েছেন তিনি। স্টার্ক গত মৌসুমে আইপিএল ইতিহাসে সবথেকে ধনী ক্রিকেটার হয়ে ওঠেন। কলকাতা নাইট রাইডার্স নিলামের মঞ্চে স্টার্ককে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে শামিল করেছিল। গত মৌসুমে তিনি ১৪ ম্যাচে ১৭ উইকেট তুলে নেন এবং ওভার পিছু ১০.৬১ রান করে দিয়েছেন। নাইট রাইডার্স দল আসন্ন নিলামের মঞ্চে তাকে কম দামে কিনতে চাইবে তাই তাকে আগেই মুক্তি দিয়ে দিয়েছে।
৩. অর্ষদীপ সিং
চলতি সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে অন্যতম সেরা ফাস্ট বোলার হলেন অর্ষদীপ সিং (Arshdeep Singh)। প্রথম দুই ওভারে অর্ষদীপের থেকে সুইং এবং শেষ দুই ওভারে অর্ষদীপের ডেথ বোলিং বিগত কয়েক দিনে বেশ উন্নতি হয়েছে। গত কয়েকটি মৌসুম ধরে পাঞ্জাব কিংস দলের হয়ে খেলতে দেখা গিয়েছে অর্ষদীপকে। তবে অর্ষদীপ পাঞ্জাব ছাড়ার সিদ্ধান্ত নেন এবং আসন্ন আইপিএলের নিলামে দেখতে পাওয়া যাবে অর্ষদীপকে। আইপিএলের মঞ্চে অর্ষদীপ ৬৫টি ম্যাচে ৭৬টি উইকেট নিয়েছেন এবং ওভার পিছু দিয়েছেন ৯.০৩ রান। কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি তাদের দলে অর্ষদীপের মতন খেলোয়াড়কে দলে শামিল করতে পারে।
৪. ক্রুনাল পান্ডিয়া
তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya)। ভারতীয় দলের তারকা অলরাউন্ডার ক্রুনাল আইপিএলে বেশ ফর্ম দেখিয়ে এসেছেন। ২০২৩ সালে কেএল রাহুলের পরিবর্তে ক্যাপ্টেন্সিও করেছেন। তিনি তার আইপিএল যাত্রা শুরু করেন চ্যাম্পিয়ন ফ্রাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে। ফ্রাঞ্চাইজির হয়ে ২০২১ সাল পর্যন্ত খেলেছেন, তবে পরবর্তী ৩ বছর তিনি লখনৌ সুপর জায়ান্টস দলের হয়ে খেলেছেন। আইপিএলে দুটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ক্রুনাল ১২৭টি আইপিএলে ২১.৯৬ গড়ে ও ১৩২.৮২ স্ট্রাইক রেটে ১৬৪৭ রান বানিয়েছেন। ক্রুনাল, পাশাপাশি তিনি ওভার পিছু ৭.৩৭ রান দিয়ে তুলে নিয়েছেন ৭৬ উইকেট। অলরাউন্ডার হিসাবে তিনি দ্রুততার সঙ্গে ব্যাটিং করতে পারেন এবং প্রয়োজনে কৃপণ বোলিংও করতে পারেন। তাই নাইট রাইডার্স দল তাকে কিনতে চাইবে।
৫. সমীর রিজভি
আসন্ন আইপিএলে নাইট রাইডার্স সমীর রিজভীকে দলে শামিল করতে পারে। সমীর রিজভী গত মৌসুমে চেন্নাই সুপার কিংস দলের হয়ে নির্বাচিত হয়েছিলেন। আনক্যাপ্ড প্লেয়ার হিসাবে সর্বাধিক দর তিনিই পেয়েছিলেন। যদিও চেন্নাইয়ের জার্সিতে খুব বেশি সুযোগ পাননি এবং সুযোগ পেয়েও সুযোগকে কাজে লাগাতে পারেনি। সুপার কিংস দলের কাছে সমীরকে রিটেন করার সুযোগ থাকলেও তারা তা করেনি। এর থেকে এটা স্পষ্ট যে, সমীরকে আদেও তারা নজরে রাখছে না। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স দল নিয়ে সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে। জানা যাচ্ছে তারকা ব্যাটসম্যান রিংকু সিং নাকি কলকাতা নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন হতে চলেছেন। এই পরিস্থিতিতে রিঙ্কুর বন্ধু সমীরকে নিজের দলে শামিল করতে পারেন তিনি।