IPL 2025: ‘ওয়াফাদারির’ যোগ্য সম্মান মিললো না এই ৫ খেলোয়াড়দের, নিলামের টেবিলে সরাসরি না !! 1

আইপিএল ২০২৫’এর  (IPL 2025) জন্য ইতিমধ্যে সমাপ্তি ঘটেছে নিলামের। নিলামের মঞ্চে প্রতিটি ফ্রাঞ্চাইজি তাদের দলে ২০-২৫ জন খেলোয়াড়কে শামিল করেছে। চেন্নাই সুপার কিংস, গুজরাত টাইটান্স এবং পাঞ্জাব কিংস এই এপিএলের জন্য ২৫ জনের স্কোয়াড গঠন করেছে এবং রাজস্থান রয়্যালস (RR) আসন্ন আইপিএলের জন্য সবথেকে কম ২০ জনের স্কোয়াড গঠন করেছে। আসন্ন আইপিএলের জন্য বেশ কিছু  খেলোয়াড়কে ভিন্ন ভিন্ন দলে দেখতে পাওয়া যাবে। এবারের নিলামে বেশ কয়েক খেলোয়াড়কে দেখা গিয়েছে তাদের পুরানো ফ্রাঞ্চাইজি তাদের রিটেন না করতে। এই ৫ খেলোয়াড় যারা তাদের দলের প্রতি ছিলেন ‘ওয়াফাদার’, তবে তাদের দল তাকে রিটেন করেনি।

নীতিশ রানা

Nitish Rana,kkr
Nitish Rana | Image: Getty Images

তালিকায় শীর্ষে রয়েছেন কলকাতা নাইট রাইডার্স দলের মিডিল অর্ডার ব্যাটসম্যান নীতিশ রানা (Nitish Rana)। আইপিএলের মঞ্চে দুর্দান্ত প্রতিভাবান খেলোয়াড় হলেন নীতিশ রানা। দীর্ঘ ৭ বছর ধরে নাইট রাইডার্স এর সঙ্গে সম্পর্ক শেষ হলো রানার। আইপিএলে কলকাতার জার্সিতে নিজের ক্যারিয়ারের বেশিরভাগ সময়টায় কাটিয়েছেন তিনি। অল্প সময়ের মধ্যে কলকাতা নাইট রাইডার্স এর অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছিলেন তিনি। তিনি ফ্রাঞ্চাইজি কর্মকর্তাদের তার দুর্দান্ত প্রতিভাকে প্রভাবিত করেছিল অল্প বয়সেই। রানাকে (Nitish Rana) ভবিষ্যৎ হিসেবে ধরতে শুরু করে নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি। ২০২২ সালে ৮ কোটি টাকার বিনিময়ে রানাকে ধরে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। তবে সদ্য সমাপ্ত হওয়া আইপিএল নিলামের মঞ্চে রানাকে নিতে অনিয়া প্রকাশ করল কলকাতা ফ্রাঞ্চাইজি। কর্মকর্তারা ভেঙ্কটেশ আইয়ারের মতন তারকাকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে দলে সামিল করেছে কলকাতা নাইট রাইডার্স দলে। তবে নীতিশ রানাকে দলে নির্বাচন করলো না নাইট পরিবার। এমনকি নিলামের মঞ্চে একটি বারের জন্যেও রানার জন্য বিডিং করতে দেখা যায়নি KKR CEO ভেঙ্কি মাইসোরকে।

Read More: দ্বিতীয় টেস্টে বাদ শুভমান গিল, এন্ট্রি নিচ্ছেন রোহিত শর্মা, প্রকাশ্যে আসলো ভারতীয় দলের একাদশ !!

মোহম্মদ সিরাজ

IPL 2025: ‘ওয়াফাদারির’ যোগ্য সম্মান মিললো না এই ৫ খেলোয়াড়দের, নিলামের টেবিলে সরাসরি না !! 2
Mohammed Siraj | Image: Getty Images

এই প্রথমবার নয় এর আগেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট তার ভক্তদের হৃদয় ভেঙেছে। বিরাট কোহলির (Virat Kohli) পর কোন ভারতীয় খেলোয়াড় যখন RCB’তে থাকাকালীন জনপ্রিয়তা অর্জন করেছে তাদেরকে বেশিরভাগ সময়েই দল থেকে ছাটাই করা হয়েছে। এর আগে কেএল রাহুল (KL Rahul), মায়ঙ্ক আগারওয়ালদের (Mayank Agarwal) মতন খেলোয়াড়দেরও ছাটাই করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ঠিক তেমনিই তালিকায় নতুন সংযোজন হয়েছেন মোহাম্মদ সিরাজের (Mohammed Siraj) নাম। ফ্রাঞ্চাইজির হয়ে দীর্ঘ ৭ বছর খেলেছেন সিরাজ যদিও প্রথমদিকে সিরাজ ছিলেন দলের রান মেশিন! একদিকে ব্যাটসম্যানরা প্রচুর রান বানাতেন তো অন্যদিকে মোহাম্মদ সিরাজ প্রচুর রান ব্যয় করতেন। তবে পরবর্তী সময়ে নিজেকে বদলে ফেলেছিলেন তিনি এবং সময়ের সাথে সাথে দলের প্রমুখ বোলারও হয়ে ওঠেন তিনি। তার দুর্দান্ত পারফরমেন্সের পরেও ভক্তরা ভেবেছিল সিরাজকে আরটিএম ব্যবহার করে আবার একবার দলে ফিরিয়ে নিয়ে আসবে আরসিবি। তবে সেটি আর হলো না। সিরাজের জন্য আরটিএম ব্যবহার করতে নাকোচ করে দিল ফ্রাঞ্চাইজির কর্মকর্তারা।

ভুবনেশ্বর কুমার

Bhuvneshwar Kumar, ipl 2025, kkr, rcb,
Bhuvneshwar Kumar | Image: Getty Images

তালিকায় তৃতীয় নাম্বারে রয়েছেন ভারতীয় দলের প্রমুখ পেশার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। টি-টোয়েন্টি ফরমেটের অন্যতম সেরা বোলার হলেন ভুবনেশ্বর। দলের হয়ে দুর্দান্ত প্রদর্শন দেখানোর পরেও সানরাইজার্স দলে জায়গা হলো না ভুবনেশ্বরের। সানরাইজার্স দলস দীর্ঘদিন ধরে খেলে আসছিলেন ভুবনেশ্বর। গত মৌসুম পর্যন্ত ভুবনেশ্বর কুমার ছিলেন ২০১৬ সালে আইপিএল জয়ী সানরাইজার্স হায়দ্রাবাদের একমাত্র সদস্য। এবারের আইপিএলে ভুবনেশ্বর ১০ কোটি ৭৫ লক্ষ টাকা দাম পেয়েছিলেন। সানরাইজার্স নিলামের তাকে কিনতে চায়নি, বদলে ফর্মে থাকা মোহাম্মদ শামির (Mohammed Shami) ও হার্সাল প্যাটেলের (Harshal Patel) উপরেই ভরসা দেখিয়েছে ফ্রাঞ্চাইজি।

জুজুভেন্দ্র চাহাল

Yuzvendra Chahal, srh
Yuzvendra Chahal | Image: Getty Images

এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ভারতীয় দলের স্পিন তারকা জুজুবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। আইপিএল ইতিহাসের সব থেকে বেশি উইকেট নিয়েছেন তিনি। গত তিন মৌসুমে রাজস্থান রয়েলসের হয়ে খেলেছিলেন চাহাল। দলের হয়ে সর্বাধিক উইকেটই শুধু নয় গত তিন বছরে তিনি আইপিএলের সব থেকে সফল বোলার। আইপিএল রিটেনশন তালিকা জমা দেওয়ার সময় রাজস্থান রয়্যালস রিটেন করেনি চাহালকে। তাদের এই তারকা স্পিনারকে দলে টানতে নিলামের মঞ্চে একটিও বিড করতে দেখা যায়নি। বরং তার পুরানো দল রাজস্থান রয়্যালস বিদেশি স্পিনারদের দিকেই তাদের লক্ষ্য সুনিশ্চিত করেছিল। চাহাল আসন্ন আইপিএলে ১৮ কোটি টাকার বিনিময়ে পাঞ্জাব কিংস দলের নতুন সদস্য হয়ে উঠেছেন।

ঈশান কিশান

ipl-2025-ishan-kishan-to-join-gt
Ishan Kishan | Image: Getty Images

নীতিশ রানা (Nitish Rana) এবং মোহাম্মদ সিরাজদের (Mohammed Siraj) মতন মুম্বাই ইন্ডিয়ান্স ফ্রাঞ্চাইজির হয়ে গত সাত বছরে খেলেছেন ঈশান কিষান (Ishan Kishan)। দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন তিনি, ব্যাটিংয়ের পাশাপাশি তার উইকেট রক্ষকের ভূমিকা ছিল দলের অসাধারণ। ৭ বছর পর ফ্র্যাঞ্চাইজি তাকে মুক্তি দিয়েছে, ২০২২ সালের আইপিএলে প্রায় ১৫ কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে ঈশান কিষানকে দলের সদস্য বানিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এবারের আইপিএলে ঈশানের জন্য কেবলমাত্র ৩ কোটি ২০ লক্ষ টাকাই খরচ করেছিল ফ্রাঞ্চাইজি। যেখানে ঈশানকে ১১ কোটি ২৫ লক্ষ টাকায় সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের দলে শামিল করেছে।

Read Also: IPL 2025: তিন তরুণ ক্রিকেটার যাঁরা নাইটদের চতুর্থ আইপিএল ট্রফি এনে দিতে পারেন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *