৫. কে এল রাহুল –
এবারের আইপিএল শুরুর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে বেশ ভাল খেলেন রাহুল। প্রথম টেস্টে কাঁধে চোট পেলেও, তা নিয়েই বাকি সিরিজে খেলে যান তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রাহুলের অস্ত্রোপচার হয়। এর ফলে ওই টুর্নামেন্ট এবং চলতি ওয়েস্ট ইন্ডজ সফরের দল থেকে ছিটকে যান তিনি। বিশ্বকাপে যুবরাজের জায়গায় রাহুলকে দলে দেখা যেতেই পারে। এমনিতে তিনি ওপেনার হলেও, মিডল অর্ডারের চাহিদা পূরন করার ক্ষমতা রয়েছে রাহুলের মধ্যে। ২০১৬ আইপিএলে তিনি মিডল অর্ডারেই ব্যাট করেছেন। স্কোর বোর্ডকে সচল রাখা এবং প্রয়োজন মত বড় শট খেলার ক্ষমতা রয়েছে রাহুলের মধ্যে।