পাঁচ ক্রিকেটার যারা ভারতীয় দলে যুবরাজ সিংয়ের জায়গা নেওয়ার জন্য তৈরি! 1

বিশেষ প্রতিবেদন: ২০০০ সালে ভারতীয় জার্সিতে অভিষেক হওয়ার পরে সীমিত ওভারের ক্রিকেটে দেশের হয়ে অন্যতম ‘ম্যাচ উইনার’ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন যুবরাজ সিং। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালের বিশ্বকাপ জয়ের পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহন করেছিলেন যুবি। এরপরে ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন-মরণ সমস্যায় পড়েন এই তারকা ক্রিকেটারটি। পরে শুধুমাত্র ক্যানসারকে তিনি হারিয়েই আসেননি, ফিরে এসেছেন জাতীয় দলেও। কিন্তু কয়েকটি ব্যাতিক্রম ঘটনা বাদ দিলে, এই যুবরাজ যেন, তাঁর অতীতের ছায়ামাত্র।ব্যাটে রান পাচ্ছেনই না, পাশাপাশি ফিল্ডিংও বেশ খারাপ যুবির। সোজা কথা ৩৫ বছরের যুবরাজের এখন মোটেই আর আগের রিফ্লেক্স নেই। বয়স তাঁর ব্যাটিং, ফিল্ডিংয়ে থাবা বসিয়েছে। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরেও সেই ব্যর্থতা বারবার চোখে পড়ছে। কয়েকদিন আগেই দেশের কিংবদন্তি রাহুল দ্রাবিড় বলেছেন, ‘যুবরাজ এবং ধোনির ভবিষ্যত নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের।’ এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, ২০১৯ বিশ্বকাপে কি যুবরাজকে দলে নেওয়া হবে কিনা?’ একনজরে আমরা দেখে নেব এমন পাঁচ জন ক্রিকেটারকে যারা যুবির জায়গা নিতে পারেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *