২. মইন আলী
ইংলিশ এই অলরাউন্ডার এই বছর আইপিএল এ নিজের অনবদ্য পারফর্মেন্স দেখিয়ে চলেছেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এই বছর জানিয়েছে তারা তাদের আইপিএল এ অংশগ্রহনকারী খেলোয়াড়দের আইপিএল এর দ্বিতীয় পর্যায়ে খেলতে নাও পাঠাতে পারে কারণ সামনেই t20 বিশ্বকাপ। মইন আলী এই বছর চেন্নাই সুপার কিংসের সাথে যুক্ত আছেন। তিনি এই বছর ব্যাট এবং বল দুটি ক্ষেত্রেই সফল হয়েছেন। তাই আইপিএল এর দ্বিতীয় পর্যায়ে যদি তিনি খেলেন তাহলে অবশ্যই তিনি যেকোন দুরুত্বপূর্ণ খেলোয়াড় হবার দাবি রাখেন।