১. রোহিত শর্মাঃ
মিডল অর্ডার থেকে ব্যাটিং ক্যারিয়ার শুরু করা রোহিত শর্মা আজ শুধু ভারতের নয় পুরো ক্রিকেট বিশ্বের সেরা ওপেনার তিনি। তাকে ক্রিকেটের ভাষায় বর্ণনা করাও অনেকটা কঠিন। যেখানে অনেক ক্রিকেটারের টেস্ট ইনিংসেও ডাবল সেঞ্চুরি থাকেনা একটি সেখানে ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মার ডাবল সেঞ্চুরি তিনটি! অবাক করার মত এইরকম আরো অগণিত ইনিংস রয়েছে তার। ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে ২৬৪ সর্বোচ্চ রানের রেকর্ডটি এখনো তার অধীনে। ভয়ংকর এই ওপেনার ব্যাটসম্যান কে সেঞ্চুরি স্পেশালিষ্ট বলা হয়ে থাকে। শুধু নামেমাত্র সেঞ্চুরি করেননা তার প্রতিটা সেঞ্চুরি বড় ইনিংসেই রূপ নেয়। এক কথায় তার চেয়ে ভয়ংকর ওপেনার ব্যাটসম্যান এই ক্রিকেট ইতিহাসে আর একটাও নেই!