৩. জেসন রয়ঃ
বিগত কয়েক বছর ধরে ওয়ানডে ক্রিকেট ম্যাচে খুব ভাল সময় পার করতে পারেনি ইংলিশরা। ২০১৫ সালের পর থেকে যেন তারা অন্যরুপেই ফিরে এসেছে। যার পিছনে দলের সবার অবদান থাকলেও সবার চেয়েও অন্যতম ওপেনার জেসন রয়। একজন ব্যাটসম্যানের মধ্যে যেসব যোগ্যতা থাকা দরকার সবকিছুই তার মধ্যে বিদ্যামান। ঠাণ্ডা মাথার এই ওপেনার ধীরে ধীরে খেলেও অনেক বড় বড় ইনিংস খেলার রেকর্ড গড়েছেন। বর্তমান সময়ের ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাণ ভোমরা তিনি যার হাত ধরেই ইংল্যান্ডের অগণিত বিজয় এসেছে।