২০২৩ সাল জুড়েই ক্রিকেটের মরশুম। আর এই পরিস্থিতিতে আগামী বছরের আইপিএলের প্রস্তুতি শুরু করতে চাইবে প্রতিটি টিম ম্যানেজমেন্ট। আইপিএল ২০২৪ (IPL 2024) নিয়ে শুরু হবে উন্মাদনা। সূত্রের খবর অনুযায়ী এবারের আইপিএল নিলাম ‘দুবাই..’ তে অনুষ্ঠিত হতে চলেছে। ১৯ ডিসেম্বর হতে চলেছে নিলাম। ১৫ই নভেম্বরের মধ্যে দলগুলিকে ছেড়ে দেওয়া দেওয়া খেলোয়াড়দের তালিকা জমা দেওয়ার কথা ছিল তবে ২০২৩ বিশ্বকাপের কথা মাথায় রেখে তা বাড়ানো হয়েছে ২৬ নভেম্বর পর্যন্ত। মিনি নিলামের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি তাদের দল গুছিয়ে নিতে চাইবে।
Read More: IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্স ভক্তদের জন্য সুখবর, ২ বছর পর আবার MI শিবিরে ফিরছেন হার্দিক পান্ডিয়া, হতে চলেছেন নয়া ক্যাপ্টেন !!
IPL 2024′ এ আগমন ঘটবে ৫ ম্যাচ উইনারের
আসন্ন নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিরা পার্সে অতিরিক্ত ৫ কোটি টাকা পাবে। পাশাপাশি এই আইপিএলে আগমন ঘটছে বেশ কিছু ম্যাচ উইনারের। ক্রিকবাজের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ট্র্যাভিস হেড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, রচিন রবীন্দ্র এবং ড্যারিল মিচেলের মতো বিশিষ্ট প্লেয়ারদের দেখা যাবে এবারের নিলামে। নিলামে প্রায় ৫০ জন ক্রিকেটারকে নিয়ে চলতে পারে লড়াই। ১১ মার্চ শেষ হওয়া ভারত-ইংল্যান্ডের পাঁচ টেস্টের সিরিজের পরে, মার্চের মাঝামাঝি আইপিএল শুরু হবে বলে আশা করা হচ্ছে।
বেশ কিছু বড় নামকে ছাঁটাই করতে চলেছে ফ্রাঞ্চাইজি

অন্যদিকে এবারের আইপিএলে (IPL 2024) সবথেকে বড় খবর হতে চলেছে হার্দিক পান্ডিয়ার মুম্বই শিবিরে যোগদান। ২ বছর পর আবার ঘরে ফিরছেন হার্দিক, অন্যদিকে গতবছর ১৬ কোটি টাকায় কেনা বেন স্টোকস (Ben Stokes) আসন্ন আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। শার্দূল ঠাকুর (Shardul Thakur), স্যাম কুরান (Sam Curran), টিম সাউদি (Tim Southee), লকি ফার্গুসন (Lockie Fargueson) ও হ্যারি ব্রুকের (Harry Brook) মতন কোটি কোটি টাকার প্লেয়ারদের নিলামের আগেই মুক্তি দিতে দেখা যেতে পারে। সূত্রের খবর অনুযায়ী, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) দল রোচিন রবীন্দ্র’কে (Rachin Ravindra) নেওয়ার তীব্র চেষ্টা চালাবে এবং জোফরা আর্চারকে (Jofra Archer) রিলিস করে মিচেল স্টার্ককে (Mitchell Starc) দলে সামিল করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। প্যাট কামিন্সকে নজরে রাখবে KKR এবং ট্রেভিস হেডের পিছনে দৌড়াতে পারে CSK।