হংকং

হংকংও এমন একটি দল, যা বিদেশী ক্রিকেটারদের মিলিয়েই তৈরি হয়েছে। এশিয়া কাপ ২০১৮য় দলের অধিনায়কত্ব করা অংশুমান রথ ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার। অন্যদিকে ওপেনিং ব্যাটসম্যান নিজাকত খান পাকিস্তানী বংশোদ্ভুত। আহসান খান আর এজাজ খান নামের ক্রিকেটারও পাকিস্তানী বংশোদ্ভুত। অন্যদিকে দলের অভিজ্ঞ ব্যাটসম্যান নীটচিট শাহ ভারতীয় বংশোদ্ভুত। আসলে ভারত আর পাকিস্তানের বেশকিছু তরুণ খেলোয়াড় হংকংয়ে থাকেন আর তারা এখন নিজের ক্রিকেট কেরিয়ার হংকংয়ের হয়েই খেলে তৈরি করছেন।


