নিউজিল্যান্ড

বিদেশী খেলোয়াড়দের নিজেদের দলে শামিল করতে নিউজিল্যান্ড দলও সবসময় এগিয়ে থেকেছেন। বর্তমান নিউজিল্যান্ড দলে এমন কিছু খেলোয়াড় রয়েছেন যারা ভারতীয় বংশোদ্ভুত আর আগেও নিউজিল্যান্ড বেশকিছু বিদেশী খেলোয়াড়কে নিজেদের জাতীয় দলে শামিল করেছেন। নিউজিল্যান্ডের স্পিন বোলার ঈশ সোধী ভারতীয় বংশোদ্ভুত। তার সঙ্গে সঙ্গে নিউজিল্যান্ডের হয়ে ওপেনিং করা জিত রাওয়লও ভারতীয় বংশোদ্ভুত। এজাজ প্যাটেলও ভারতীয় বংশোদ্ভুত নিউজিল্যান্ডের ক্রিকেটার। রচিন রবিন্দ্রাও ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার আর নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট ভালো প্রদর্শন করছেন।


