IPL 2023: প্রতিবারের মতো এই বছরের আইপিএল এর উন্মাদনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আধুনিক বিশ্ব ক্রিকেটে আইপিএল হলো এমন একটি প্রতিযোগিতা যেখানে পারফর্ম করার জন্য বিশ্বের সব কটি ক্রিকেট খেলিও দেশ থেকে প্রায় প্রতিটা ক্রিকেটার পারফর্ম করার জন্য মুখিয়ে থাকেন।
এছাড়াও আইপিএল হলো এমন একটি জনপ্রিয় টুর্নামেন্ট যেখানে ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেট প্রেমীরাও প্রতি বছর অপেক্ষা করে থাকে যাতে করে তারা নিজেদের পছন্দের দল এবং ক্রিকেটারদের ক্রিকেটীয় প্রতিভা উপভোগ করতে পারেন। আইপিএল এর এই উন্মাদনার কারণে গত বছর মেগা নিলামের আগে আইপিএল পরিচালন কমিটি এবং ভরতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উদ্যোগে আরো ২টি নতুন দলের সংযোজন করা হয়েছে যাতে করে আরো বেশি করে তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা নিজেদের প্রমান করার সুযোগ পেয়ে থাকেন।
আইপিএল এর মঞ্চে দেশি ক্রিকেটারদের পাশাপাশি বহু বিদেশী ক্রিকেটাররাও পারফর্ম করে থাকেন এবং আইপিএল এর ইতিহাসে আমরা এমন বহু বিদেশী ক্রিকেটাদের দেখেছি যারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করে আইপিএল এর মঞ্চে পারফর্ম করেছেন এবং কোনো আইপিএল দলের হয়ে কোচিংয়ের ভূমিকা পালন করে চলেছেন। এই বছর আইপিএল এর মঞ্চ আরো বেশি আকর্ষিত হয়ে পড়েছে কারণ ক্রিকেটাররা অনেক বেশি করে ম্যাচ খেলার সুযোগ পেয়ে চলেছে। কিন্তু আমরা এখানে এমন ৫জন বিশ্ব বিখ্যাত ক্রিকেটারদের নিয়ে আলোচনা করবো যারা ফিট থাকা সত্ত্বেও এখনো অব্ধি সেই ভাবে ম্যাচ খেলার সুযোগ পেয়ে উঠতে পারেনি বলেই আমরা সকলে জানি।
কুইন্টন ডি কক:
বর্তমান আধুনিক ক্রিকেটে সফল উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম একজন হলেন কুইন্টন ডি কক (Quinton De Kock)। বাঁহাতি এই সাউথ আফ্রিকান ব্যাটসম্যান দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে বহু বিধংসী ব্যাটিং ইনিংসের পরিচয় দিয়েছেন এবং আইপিএল এর মঞ্চেও তিনি একাধিক দলের হয়ে তার অসাধারণ পারফর্মেন্স করে দেখিয়েছেন। ডি কক এই বছর আন্তর্জাতিক সিরিজের কারণে দেরি করে আইপিএল দল লখনৌ সুপার জায়েন্টস (LSG) এর যোগদান করেছেন কিন্তু তার পরিবর্তে আর এক বিদেশী ক্রিকেটার দলের হয়ে ক্রমশ ভালো পারফর্মেন্স করার কারণে কুইন্টন ডি কক এখনো অব্ধি এই বছরে আইপিএল এ মাঠে নামার সুযোগ পাননি।
জো রুট:
বর্তমান ক্রিকেট বিশ্বে সফল ব্যাটসম্যানদের মধ্যে প্রথম সারির একটি নাম হলো তারকা ব্যাটসম্যান জো রুটের (Joe Root)। ডানহাতি প্রাক্তন ইংলিশ অধিনায়ক ব্যাট হাথে ইতিমধ্যে একাধিক রেকর্ডের অধিকারী এবং তিনি ক্রিকেটের ৩টি ফরম্যাটেই সমানভাবে নিজের দক্ষতা প্রমান করেছেন। আইপিএল এর মঞ্চে এই বছর তিনি অভিষেক করতে চলেছেন এবং নিলামে তাকে রাজস্থান রয়্যালস (RR) নিজেদের দলে যুক্ত করেছে কিন্তু এখনো অব্ধি তাকে একটিও ম্যাচে মাঠে নামার সুযোগ করে দেওয়া হয়নি।
ম্যাথু ওয়েড:
আধুনিক বিশ্ব ক্রিকেটের ছোট ফরম্যাটে বিধংসী ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম একটি নাম হলো ম্যাথু ওয়েড (Matthew Wade)। বাঁহাতি এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান দলের হয়ে ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংয়েও সমানভাবে দক্ষ সেটার পরিচয় আমরা সকলেই পেয়েছি। আইপিএল এর নতুন দল গুজরাট টাইটান্স (GT) গতবছর মেগা নিলামে বিশ্ববিখ্যাত এই ব্যাটসম্যানকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করেছিল এবং এই বছরেও তাকে নিজেদের দলে ধরে রেখেছিলো এবং ক্রিকেট ফ্যানরা এটাই আশা করেছিল কেন উইলিয়ামস এর ছোট পেয়ে ছিটকে যাবার পরে এই ব্যাটসম্যান হয়তো পাকাপাকি ভাবে দলের হয়ে মাঠে নামতে পারে কিন্তু বেশ কিছু ভারতীয় তরুণ প্রতিভা এখনো তাকে মাঠে নামার সুযোগ করে দেয়নি বলেই আমরা জানি।
দাসুন সানাকা:
বর্তমানে বিশ্ব ক্রিকেটে সেরা ফিনিশার ব্যাটসম্যানদের মধ্যে প্রধান একটি নাম হলো দাসুন সানাকা (Dasun Shanaka)। শ্রীলংকান এই ডানহাতি অলরাউন্ডার দলকে নেতৃত্ব দিয়ে এশিয়া কাপ বিজয়ী করেছিল। গুজরাট টাইটান্স (GT) এই বছর আইপিএল এর নিলামে কেন উইলিয়ামসের পরিবর্তে নিজেদের দলে যুক্ত করেছে কিন্তু তিনি এখনো অব্ধি একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি সেটা আমরা জানি।
আকিল হোসেন:
এই তালিকায় সর্বশেষ নামটি হলো তরুণ প্রতিভাবান ক্রিকেটার আকিল হোসেন এর (Akeal Hosein)। বাঁহাতি এই ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনার এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে সব থেকে ইকোনোমিক্যাল বোলার হিসাবে খ্যাতি অর্জন করেছেন। সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) এই বছর তাকে নিজেদের দলে যুক্ত করলেও এখনো অব্ধি তাকে একটিও ম্যাচ খেলার সুযোগ করে দেয়নি।