নারায়ণ জগদীশন
এই তালিকায় সর্বশেষ নামটি হলো আর এক উঠতি প্রতিভাবান ক্রিকেটারের যার নাম নারায়ণ জগদীশন (Narayan Jagadeeshan)। ভারতীয় ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে পারফর্মেন্স করা এই ক্রিকেটার খুব শীঘ্রই ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করতে চলেছেন এমনটা বলা যেতেই পারে।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur
২৭ বছর বয়সি এই ডানহাতি ব্যাটসম্যান এখনো অব্ধি প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৩টি ম্যাচ খেলে ৬২.৮০ব্যাটিং গড়ের সাথে ১৭৯৫রান করেছেন। এছাড়াও তিনি ব্যাটিং এর পাশাপাশি উইকেটকিপিংয়েও যথেষ্ট দক্ষ্য এবং তাকে যদি সঠিক ভাবে তৈরি করা যায় তবে তিনি নিশ্চিত ভাবে একদিন ভারতীয় দলের অন্যতম উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে বিশ্ব ক্রিকেটে প্রসিদ্ধ হয়েও উঠবেন।