সঞ্জু স্যামসন
এই তালিকায় তৃতীয় নামটি হলো প্রতিভাবান উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন এর (Sanju Samson)। ডানহাতি এই উইকেটকিপার ব্যাটসম্যান ভারতীয় দলের হয়ে বহু আগে অভিষেক করলেও যথাযথ ভাবে সুযোগ পাচ্ছেন না সে কথা বলাই চলে। মাঝে মাঝে তিনি দলের হয়ে সুযোগ পেলেও বরাবর তিনি নিজেকে প্রমান করার চেষ্টা করেছেন এবং প্রমাণিত করেছেন। সঞ্জু স্যামসন দলের হয়ে ছোট ফরম্যাটের ক্রিকেটে অভিষেক করে বেশ কিছু অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন এবং তার ব্যাটিং গড় যথেষ্ট অসাধারণ সেটা চোখে পড়ার মতো।
সঞ্জু স্যামসন তার অসাধারণ ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংয়েও যথেষ্ট পটু সে কথা বলা যেতেই পারে এবং তিনি উইকেটের পেছনে দস্তানা হাথে বেশ কিছু অসাধারণ উইকেট শিকার করেছেন। সঞ্জু স্যামসন ছোট ফরম্যাটের হয়ে আন্তর্জাতিক মঞ্চে পদার্পন করলেও এখনো অব্ধি টেস্ট এর মতো দীর্ঘ্য ফরম্যাটে সুযোগ পাননি। তাই মনে করা যাচ্ছে খুব শীঘ্রই কে এল রাহুলের পরিবর্তে দলে সুযোগ পেতে চলেছেন।