কুলদীপ যাদব
তরুণ ভারতীয় বাঁহাতি চায়নাম্যান লেগ স্পিনার যিনি ভারতীয় দলের হয়ে বহুবার অসাধারণ বোলিং পারফর্মেন্স করে দেখিয়েছেন। কুলদীপ যাদব এই বছর আইপিএল এর আগে নিলামে উঠেছেন এবং তিনি তার মূল্য মাত্র ১কোটি টাকা রেখেছেন। তাই আশা করা যাচ্ছে আগামী আইপিএল এ তাকে অন্যকোনো দলের হয়ে আবার অসাধারণ বোলিং পারফর্মেন্স করতে দেখা যাবে।