সাগরিকা গাটকে
প্রাক্তন ভারতীয় তারকা ফাস্ট বোলার তথা বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় ফাস্ট বোলারদের মধ্যে অন্যতম জাহির খানের স্ত্রী হলেন সাগরিকা গাটকে। সাগরিকা গাটকে শুধুমাত্র জাহির খানের জন্যই জনপ্রিয়তা পেয়েছেন তা নয় বরঞ্চ তিনি জনপ্রিয়তা অর্জন করেন একজন সফল অভিনেত্রী হিসাবে। বিশ্ব বিখ্যাত সিনেমা “Chak De India” তে এই অভিনেত্রী যে ভাবে অভিনয় করেছিলেন তাতে করে নিশ্চিত ভাবে বলা যেতে পারে জাহির খানের থেকে সমগ্র বিশ্বে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন।