মমাথা মাবেন
মমাথা মাবেন একজন ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি ভারতীয় ক্রিকেট মহলে খুব কম পরিচিত। মমাথা মাবেন তার হার না মানা স্বভাবের জন্য বিখ্যাত ছিলেন। প্রাক্তন ভারতীয় এই মহিলা ক্রিকেটার তার ক্যারিয়েরারের শুরু করতে চেয়েছিলেন একজন সাংবাদিক হিসাবে কিন্তু পরবর্তীতে তিনি ক্রিকেট খেলাটিকে নিজের পেশা হিসাবে বেছে নিয়েছিলেন। চোট এবং নানারকম পারিপার্শিক সমস্যার কারণে তাকে ভারতীয় দলের হয়ে সেই ভাবে পারফর্মেন্স করতে দেখা যায়নি। তাই এই অদম্য জীবনকাহিনী নিয়ে তার বায়োপিক সিনেমা তৈরি হতে পারে।