৫) কুলদীপ যাদব-

বর্তমানে ভারতীয় ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ স্পিনার হলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তিনি আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডে (IND vs ENG) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজও ব্লু ব্রিগেডদের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই তারকা। ইংলিশ বাহিনীদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে কুলদীপ বংশীকার (Vanshika) সঙ্গে বাগদান পর্ব সম্পন্ন করেন। বংশীকা তার ছোটবেলায় বান্ধবী। দুজনের গল্প কানপুর থেকে শুরু হয়েছিল। পরবর্তীকালে বন্ধুত্বের সম্পর্ক প্রেমের রূপান্তরিত হয়।