৪) ভুবনেশ্বর কুমার-

ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) ভারতের অন্যতম তারকা পেসার হিসেবে ক্রিকেট ভক্তদের মধ্যে জায়গা করে নিয়েছেন। তিনি ২০১৭ সালের ২৩ নভেম্বর শৈশবের বান্ধবী নূপুর নাগারকে (Nupur Nagar) বিবাহ করেন। নূপুর যখন ছোটো ছিলেন তখন তার পরিবার এই তারকা পেসারের বাড়িতে ভাড়াটে হিসেবে আসে। প্রাথমিকভাবে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠলেও পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। ৩ বার ভুবনেশ্বর কুমারের প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন নূপুর। তবে পরে তাদের সম্পর্ক আরও গভীর হয়। এক সময় দুজনের পরিবারের সম্মতিতে তাদের সম্পর্ক বিবাহের মাধ্যমে সফল হয়।