TOP 5: এমন ৫ জন ভারতীয় ক্রিকেটার যাদের শৈশবের প্রেম পরিণতি পেয়েছে বিবাহ বন্ধনে !! 1

২) আজিঙ্কা রাহানে-

TOP 5: এমন ৫ জন ভারতীয় ক্রিকেটার যাদের শৈশবের প্রেম পরিণতি পেয়েছে বিবাহ বন্ধনে !! 2
Ajinkya Rahane and Radhika Dhopavakr | Images: Instagram

আজিঙ্কা রাহানে (Ajinka Rahane)!ভারতের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান। বিশেষ করে টেস্টে তার অবদান ভারতীয় ক্রিকেটকে সমৃদ্ধ করেছে। জাতীয় দলের হয়ে অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এই বছর এই অভিজ্ঞ তারকাকে কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে নেতৃত্ব পর্যন্ত দিতে দেখা গেছে।‌ রাহানে রাধিকা ধোপাভকরের (Radhika Dhopavakr) সঙ্গে ৭ বছর প্রেমের সম্পর্কে থাকার পর বিবাহ করেছিলেন। তারা দুজনেই মুম্বাইয়ের মুলুন্ডেতে ছোটোবেলা থেকে বড়ো হয়ে উঠেছিলেন। রাহানের বোনের সঙ্গে রাধিকার বন্ধুত্বের সম্পর্ক ছিল। এর ফলে তারা একে অপরের সঙ্গে পরিচিত হন। কলেজে ওঠার পর রাহানে এবং রাধিকার মধ্যে প্রেমের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। ২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর এই প্রেমের সম্পর্ক বিবাহের মাধ্যমে পরিণতি লাভ করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *