বিশ্ব ক্রিকেটে ভারতীয় দল অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে নিজেদের পরিচয় তৈরি করেছে। প্রতি বছর ব্লু ব্রিগেডদের হয়ে অসংখ্য তরুণ ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নেন। আইপিএলের (IPL 2025) মঞ্চকে কাজে লাগিয়ে নির্বাচকদের নজরে আসেন অনেকেই। জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়েও ক্রিকেট ভক্তদের উৎসাহ তৈরি। বলিউড অভিনেত্রীদের সঙ্গে অনেক ভারতীয় ক্রিকেটারকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা গেছে। তবে এমন বেশ কিছু ক্রিকেটার আছেন যারা ছোটবেলার বান্ধবীকে পরবর্তী সময় বিবাহ করেছেন। এই রকম পাঁচজন ভারতীয় ক্রিকেটারদের নিয়ে আলোচনা করা হলো।
Read More: “স্বাভাবিকভাবেই ও হতাশ..”, এশিয়া কাপে জায়গা না পাওয়ার ক্ষোভ প্রকাশ করলেন শ্রেয়স আইয়ারের বাবা !!
১) সৌরভ গাঙ্গুলী-

ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। তার নেতৃত্বে ভারতীয় দল ২০০৩ সালের ওডিআই বিশ্বকাপে ফাইনালে পৌঁছেছিল। ভারতীয় ক্রিকেটের এক নতুন যুগের সূচনা করেছিলেন তিনি। এর সঙ্গেই সৌরভের প্রেমের গল্পও ভক্তদের কাছে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। তিনি ডোনা গাঙ্গুলীর (Dona Ganguly) সঙ্গে ১৯৯৬ সালের ১২ আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দুজনে ছোটবেলায় বেহালার একই পাড়া থেকে বড়ো হয়ে উঠেছিলেন তারা। পরবর্তীকালে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়েন। দুই পরিবারের মধ্যে সমস্যা থাকলেও শেষ পর্যন্ত তাদের ভালোবাসার বন্ধন পূর্ণতা পায়।