শিখর ধবন
বর্তমান ভারতীয় দলের নির্ভরযোগ্য ওপেনারদের মধ্যে অন্যতম হলেন শিখর ধবন। বাঁহাতি এই বিধংসী ব্যাটসম্যান ভারতীয় দলের হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিয়েছেন। ধবন বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে থাকলেও নাটকীয় ভাবে জাতীয় দলে ফিরে এসেছেন। বর্তমানে তার নেতৃত্বেই ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একদিবসীয় সিরিজ খেলছে এবং সেখানে তিনি তার অধিনায়কত্বের পাশাপাশি অসাধারণ ব্যাটিং পারফর্মেন্স দেখিয়ে চলেছেন। তাই আশা করা যাচ্ছে আগামী বছর এশিয়া কাপে ভারতীয় দল অবশ্যই তাদের এই নির্ভরযোগ্য ওপেনারকে দলে পেতে চাইবে।
কুলদীপ যাদব
চায়নামান স্পিনার হিসাবে বিশ্ব ক্রিকেটে প্রসিদ্ধ হলেন কুলদীপ যাদব। বাঁহাতি এই লেগস্পিনার একসময় ভারতীয় দলের স্পিন বোলিং বিভাগের নিয়মিত সদস্য ছিলেন কিন্তু মাজখানে বেশ কিছু সময় তিনি ভারতীয় দলের বাইরে রয়েছেন কিন্তু এই বছর আইপিএল এ তার অসদাহারান পারফর্মেন্সের ওপর বিচার করে তিনি আবার ভারতীয় দলে ফিরতে চলেছেন বলে মনে করা যাচ্ছে। তার একদিবসীয় পারফর্মেন্সের ওপর বিচার করে এটাই বলা চলে এই বছর এশিয়া কাপে তিনি সুযোগ না পেলেও পরের বছর এশিয়া কাপে তিনি নিশ্চিত ভারতীয় দলের হয়ে মাঠে নামতে চলেছেন।