ভারতীয় ক্রিকেট ইতিহাসে আমরা এই রকম বহু দৃশ্য দেখেছি যেখানে একজন ক্রিকেটারের সাথে একজন বলিউড অভিনেত্রীর বিবাহ হয়েছে তাই তো মাঝে মাঝে আমরা বলে থাকি ক্রিকেট আর সিনেমা হলো একে ওপরের পরিপূরক। ভারতবর্ষে ক্রিকেট এবং সিনেমায় হলো সব থেকে আকর্ষিত দুটি অধ্যায়। ভারতীয় ইতিহাসে ক্রিকেট এবং সিনেমাই হলো সব থেকে বেশি বিনদোনমূলক জায়গা যেকানে খুব তাড়াতাড়ি দর্শকদের নজর কারা যায় এবং খুব সহজেই তাদের মন জয়লাভ করা যায়। আজ এখানে আমরা ৫জন ভারতীয় ক্রিকেটারদের নিয়ে আলোচনা করবো যারা বলিউড অভিনেত্রীকে বিয়ে করেছেন।
বিরাট কোহলি -অনুষ্কা শর্মা
বর্তমান ক্রিকেট বিশ্বে তাদের জুটি সব থেকে বেশি আলোচ্য বিষয়। বর্তমান ভারত অধিনায়ক তার অসাধারণ ব্যাটিংয়ের যেমন বিখ্যাত ঠিক তেমনি অনুষ্কা শর্মার নাম বলিউড অভিনয় জগতে বেশ প্রচলিত। একটি টেলিভিশনের বিজ্ঞাপনে প্রথম আলাপ এই জুটির পরবর্তীতে তারা সেই আলাপকেই বিবাহের রূপ দিয়েছেন। এই বছর ২০২১সালে তাদের প্রথম কন্যা সন্তান জন্মায় এবং তারা তার নাম রাখেন ভূমিকা