কে এল রাহুল
ভারতীয় দলের নির্ভরযোগ্য প্রথম সারির ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম হলেন কে এল রাহুল। ডানহাতি এই ব্যাটসম্যান অতীতে দলের হয়ে বহু গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিয়েছেন কিন্তু এই বছর তিনি এখনো অব্ধি একটিও t20 ম্যাচ না খেলেই এশিয়া কাপের মঞ্চে পারফর্ম করতে নামতে চলেছেন। আরো বড়ো একটি সমস্যা হলো তিনি সদ্য চোট এবং করোনা আক্রান্ত থেকে সেরে উঠেছেন। তাই এখন এটাই দেখার তিনি কত তাড়াতড়ি এই আবহাওয়ার সাথে নিজেকে মিলিয়ে নিতে পারেন যাতে করে তিনি আবার দলে তার পুরোনো জায়গা ফিরে পান।