শিখর ধওয়ন
ভারতের স্টার ওপেনার শিখর ধওয়ন ক্রিকেট মাঠে কোনও কিছুকে পরোয়া করেন না, তেমনটা প্রেমের ক্ষেত্রেও। অনিল কুম্বলের মতোই শিখরের প্রেম জীবন। এই জাট ক্রিকেটার দুই সন্তানের (রিয়া ও আলিয়া) জননী আয়েশার প্রেমে পড়েন এবং তাঁকেই জীবনসঙ্গী করে ঘরে নিয়ে আসেন। শিখরের স্ত্রী আবার অ্য়াঙ্গলো-ইন্ডিয়ান। আয়েশার বাবা ভারতীয় এবং মা ইংরেজ বংশোদ্ভূত। তাঁর জন্ম অবশ্য় ভারতেই। পরে তাঁদের পরিবার অস্ট্রেলিয়া চলে যায়। আয়েশা আবার কিক-বক্সিং জানেন। সেই সঙ্গে ক্রীড়া অনুরাগী। তাঁর আগের স্বামী অস্ট্রেলিয়ার এক ব্য়বসায়ী।