অনিল কুম্বলে
ভারতের লেজেন্ডারি লেগ-স্পিনারের প্রেম কাহিনীও দৃষ্টান্ত-স্থাপন করার মতো। বিবাহিত মহিলার প্রেমে পড়ার পর তাঁকেই বিয়ে করেন এবং এখন কুম্বলে দম্পতি সন্তানদের নিয়ে বেশ সুখে ঘর-সংসার করছে। ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি অনিল যখন চেতনার প্রেমে পড়েন, তখন তিনি এক সন্তানের জননী। কিন্তু, প্রেম কোনও বাধা মানেনি। চেতনার আগের স্বামী স্টক ব্রোকার ছিলেন। আর বর্তমান কুম্বলে ঘরনী ট্র্য়াভেল এজেন্সিতে কাজ করতেন সেসময়।