বিবাহিত মহিলার প্রেমে পড়ে, তারপর বিয়ে – দেখে নিন এমন কয়েকজন স্বনামধন্য় ক্রিকেটারকে 1

মুরলি বিজয়

বিবাহিত মহিলার প্রেমে পড়ে, তারপর বিয়ে – দেখে নিন এমন কয়েকজন স্বনামধন্য় ক্রিকেটারকে 2

ভারতের টেস্ট টিমের ওপেনার মুরলি বিজয়ের প্রেম কাহিনীও শ্রীলঙ্কান ক্রিকেটার উপুল থারাঙ্গার মতো। তামিলনাডু় ক্রিকেট টিমে তাঁর বহুদিনের সতীর্থ এবং ভারতীয় দলের অস্থায়ী উইকেটকিপার-ব্য়াটসম্য়ান দিনেশ কার্তিকের (তখনকার) স্ত্রীর প্রেমে পড়েন বিজয়। ২০১২ সালে নিকিতার সঙ্গে মুরলির ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ার খবর জানতে পারার পরই কোনও রকমে বিতর্কে সৃষ্টি না করে, তাঁকে ডিভোর্স দেন দিনেশ। এরপর মুরলি ও নিকিতা বিবাহ-বন্ধনে আবদ্ধ হন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *