কথায় আছে ‘প্রেম অন্ধ’। কোনও বাঁধন মানে না। বিশ্ব ক্রিকেটে এমন কয়েকজন নাম করা ক্রিকেটার রয়েছেন, যাঁরা ক্রিকেট মাঠে বাধ্য় ছাত্র হলেও, প্রেমে অবাধ্য়। প্রেমে পড়েছিলেন বিবাহিত মহিলার সঙ্গে। লাখো লাখো ফ্য়ান ফলোয়ার থাকলেও, কোনও কিছু না ভেবেই প্রেমের কাছে নতি স্বীকার করেছেন। বিয়ে করেছেন বিবাহিত মহিলাকেই। আর এখন বেশ সুখেও আছেন। আজ এমনই চার ক্রিকেটারকে নিয়ে এই প্রতিবেদন –
উপুল থারঙ্গা
সীমায়িত ওভারের ক্রিকেটে শ্রীলঙ্কা দলের অধিনায়ক উপুল থারঙ্গা, নিলঙ্কা নামে এক বিবাহিত মহিলার প্রেমে পড়ে তাঁকে বিয়ে করেন। নিলঙ্কা আবার শ্রীলঙ্কা ক্রিকেট টিমে থারঙ্গার একসময়কার সতীর্থ এবং প্রাক্তন স্টার ওপেনার তিলকরত্নে দিলশানের পত্নী ছিলেন। থারঙ্গার সঙ্গে সে সময় ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ার কারণেই নিলঙ্কার সঙ্গে তিলকরত্নের মধ্য়ে দূরত্ব তৈরি হয় এবং তার থেকে বিবাহ-বিচ্ছেদ। নিলঙ্কাকে বিয়ে করে এখন বেশ সুখেই ঘর করছেন উপুল।