৫ জন ফ্লপ ভারতীয় ক্রিকেটারের স্ত্রী যারা বলিউডের অভিনেত্রীদের হার মানিয়ে দিতে পারে !! 1

ক্রিকেট এবং বিনোদনের জগৎ একে ওপরের পরিপূরক এমনটা নিঃসন্দেহে বলা যেতে পারে। ভারতীয় ক্রিকেট ইতিহাসে এই ঘণ্টা প্রায়শই দেখা যায় যেখানে একজন ক্রিকেটার হয়তো কোনো সুন্দরী মডেল অথবা কোনো বলিউড অভিনেত্রীকে বিবাহ করে প্রচারের আলোয় উঠে এসেছেন। এমনকি ম্যাচ চলাকালীন আমরা প্রায়শই লক্ষ্য করি অধিকাংশ বলিউড অভিনেত্রী এবং মডেল তার প্রায় ক্রিকেটারকে সাপোর্ট করার জন্য ক্রিকেট মাঠে উপস্থিত রয়েছেন। তাই ভারতীয় সমস্কৃতিতে ক্রিকেট এবং বিনোদন এই দুই জগৎকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়ে থাকে। বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং ধনী লীগ গুলির মধ্যে প্রধান আইপিএল, এই আইপিএল এর ইতিহাসেও আমরা বারংবার দেখেছি যেখানে একাধিক দলের মালিকানাতে কোনো না কোনো বলিউড যোগাযোগ রয়েছে।

এই প্রতিবেদনে আমরা এমন ৫জন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে আলচনা করবো যারা নিজেদের খারাপ ফর্মের কারণে খুব বেশিদিন ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের খ্যাতি অর্জন করতে পারেননি কিন্তু তারা তাদের সুন্দরী স্ত্রী দের জন্য প্রচারের আলোয় উঠে এসেছেন। এছাড়াও এই ৫জন ফ্লপ ক্রিকেটারের স্ত্রীরা এতটাই সুন্দর যেন তারা স্বর্গের অপ্সরা দেরকেও অনায়াসে হার মানিয়ে দিতে পারে এমনটাই বলা যেতে পারে।

মনোজ তিওয়ারি:

Manoj Tiwari

তালিকায় সর্বপ্রথম নামটি হলো ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারির (Manoj Tiwari)। ডানহাতি এই অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটে বাংলা দলের হয়ে রঞ্জি ট্রফিতে অসাধারণ পারফর্মেন্স করে দেখানোর সুবাদে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু তিনি দলের হয়ে মাত্র ১২টি একদিবসীয় ম্যাচ এবং ৩টি t20 ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তার পরবর্তীতে তার আন্তর্জাতিক কেরিয়ার এখন প্রায় ঝুলন্ত অবস্থায় রয়েছে এমনটাই বলা যেতে পারে। মনোজ তিওয়ারি সুস্মিতা রায় কে বিবাহ করেন এবং তারা যখন একত্রে সোশ্যাল মিডিয়াতে নিজেদের কোনো ছবি শেয়ার করেন তা দেখার জন্য ফ্যানরা রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন এমনটাই বলা যেতে পারে।

অশোক দিন্দা:

Ashok Dinda

তালিকায় দ্বিতীয় নামটি হলো আর এক বাংলা ক্রিকেটারের যিনি হলেন অশোক দিন্দা (Ashok Dinda)। ডানহাতি এই ফাস্ট বলার ভারতীয় ঘরোয়া ক্রিকেটে একসময় সর্বাধিক সফল ফাস্ট বোলার হিসাবে প্রসিদ্ধ ছিলেন এবং তার এই অসাধারণ পারফর্মেন্স তাকে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে সুযোগ করে দিয়েছিলো।

কিন্তু তিনি বেশিদিন নিজের ক্রিকেট কেরিয়ার চালিয়ে যেতে পারেননি বলেই আমরা সকলে জানি, তিনি দেশের হয়ে মাত্র ১৩টি একদিবসীয় ম্যাচ খেলে ১২টি উইকেট শিকার করতে পেরেছিলেন এবং এর পর তাকে দল আর সুযোগ দেয়নি। বর্তমানে তিনি রাজনীতির সাথে যুক্ত আছেন কিন্তু যিনি বরাবর প্রচারের আলোয় উঠে এসেছেন তার সুন্দরী স্ত্রী শ্রেয়সী রুদ্র র জন্য। এমনকি এই যুগলকে এক সাথে সোশ্যাল মিডিয়াতে দেখার পর তাদের ফলোয়ার সংখ্যা বেশ কয়েক গুন্ বেড়ে গিয়েছে।

পারভিন্দর আবনা:

Parvindar Awana

তালিকায় তৃতীয় নামটি হলো পারভিন্দর আবনার (Parvindar Awana)। ডানহাতি এই ফাস্ট বোলার ভারতীয় দলের হয়ে মাত্র ২টি t20 আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এবং তারপরেই তার ক্রিকেট কেরিয়ারে সমাপ্তি ঘটে। কিন্তু তিনি প্রচারের আলোয় উঠে এসেছেন তার সুন্দরী পত্নী সঙ্গীতা খাসনার জন্য যিনি পেশায় একজন পুলিশ ইন্সপেক্টর। এছাড়াও তার রূপের সৌন্দর্য্য দিয়ে তিনি যেকোনো বলিউড অভিনেত্রীকে অনায়াসে হার মানাতে পারে এমনটা বলা যেতেই পারে।

বিনয় কুমার:

৫ জন ফ্লপ ভারতীয় ক্রিকেটারের স্ত্রী যারা বলিউডের অভিনেত্রীদের হার মানিয়ে দিতে পারে !! 2

তালিকায় চতুর্থ নামটি হলো বিনয় কুমারের (Vinay Kumar)। ডানহাতি এই ফাস্ট বোলার এক সময় ভারতীয় দলের নির্ভরযোগ্য বোলিং অস্ত্র হিসাবে পরিচিত ছিলেন এবং তিনি একাধিকবার আইপিএল এর মঞ্চে প্রদর্শন করেছেন। বিনয় কুমার বিবাহ করেন রিচা শর্মাকে যিনি পেশায় একজন ব্লগার এবং রাইটার। পেশা ছাড়াও তার রূপের সৌন্দর্যে তিনি যেকোনো নায়িকাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন এমনটাই বলা যেতে পারে।

স্টুয়ার্ট বিনি:

Stuart Binny

তালিকায় সর্বশেষ নামটি হলো স্টুয়ার্ট বিনির (Stuart Binny)। ডানহাতি এই অলরাউন্ডার একসময় ভারতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটার হিসাবে পরিচিত ছিলেন এবং তিনি বহু সুযোগ পাবার পরেও নিজেকে প্রমান করতে ব্যর্থ হয়েছেন। বিনি মায়ান্তি লাঙ্গারকে বিবাহ করেন যিনি পেশায় একজন ক্রিকেট এঙ্কর এবং তাকে আমরা আইপিএল এর পাশাপাশি বহু সিরিজে এই ভূমিকায় দেখেছি। এছাড়াও মায়ান্তি তার পেশার পাশাপাশি নিজের রূপের জন্য বিশ্বের বহু নামিদামি মডেলদের টেক্কা দিতে সাদা প্রস্তুত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *