সবচেয়ে স্লো ইনিংস

ভারতীয় দলের হয়ে সুনীল গাভাস্কারের নামে একটা লজ্জাজন রেকর্ড রয়েছে। বিশ্বকাপের প্রথম সংস্করণের প্রথম ম্যাচ ইংল্যান্ড আর ভারতের মধ্যে খেলা হয়েছিল। যেখানে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৬০ ওভারে ৩৩৪ রান করে। যা সেই সময় একদিনের ক্রিকেটের সর্বাধিক স্কোর ছিল। জবাবে ব্যাট করতে নামা ভারতীয় দলের হয়ে ওপেনার সুনীপ গাভাস্কার ১৭৪ বলে ৩৬ রানের স্লোর ইনিংস খেলেন আর নটআউট থাকেন। ফলস্বরূপ ভারতকে ২০২ রানের হারের মুখে পড়তে হয়।