দিয়েছে ৭৬ রান এক্সট্রা

টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক অতিরিক্ত রান দেওয়ার ওভারঅল রেকর্ড ভারতের নামে রয়েহচে। তারা পাকিস্তানের বিরুদ্ধে ২০০৭ এ ব্যাঙ্গালোর টেস্ট ৭৬ রান অতিরিক্ত দিয়েছিল। পাকিস্তানের প্রথম ইনিংসে ভারত ৩৫ বাই রান দিয়েছিল। ১৫টি নো বল করেছিল আর ২৬টি লেগ বাই দিয়েছিল। এইভাবে ভারত মোট ৭৬ রান এক্সট্রা দিয়ে এই লজ্জাজনক রেকর্ড নিজেদের নামে গড়েছিল। তবে এই ম্যাচ ড্র হয়। ভারত নিজেদের প্রথম ইনিংসে ৬২৬ রান করেছিল। অন্যদিকে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ৫৩৭ রান করে। দ্বিতীয় ইনিংসে ভারত ৬ উইকেট হারিয়ে ২৮৪ রানে নিজেদের ইনিংস সমাপ্তি ঘোষণা করেছিল। অন্যদিকে পাকিস্তান ৭ উইকেট হারিয়ে ১৬২ রান নিজেদের দ্বিতীয় ইনিংসে করতে পেরেছিল।