ইফতিকার আহমেদ
পাকিস্তান দলের নির্ভরযোগ্য t20 ব্যাটসম্যান হিসাবে বিশ্ব ক্রিকেটে পরিচিত হলেন ইফতিকার আহমেদ। ডানহাতি এই ব্যাটসম্যান দলের হয়ে ছোট ফরম্যাটে স্পেশালিস্ট ব্যাটসম্যান হলেও একদিবসীয় ফরম্যাটে সেই ভাবে নিজেকে এখনো প্রমান করতে পারেননি। তিনি শেষ অস্ট্রেলিয়া সফরের পর দলের হয়ে আর বাকি সফরগুলিতে জায়গা করে নিতে পারেননি। তাই মনে করা যাচ্ছে তারকা এই ব্যাটসম্যান পরের এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের হয়ে মাঠে নাও মানতে পারেন।