দীনেশ কার্তিক
অভিজ্ঞ ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক রূপকথার গল্পের মতো ভারতীয় ক্রিকেট দলে ফিরে এসেছেন। এই বছর আইপিএল এ তার অসাধারণ ব্যাটিং পারফর্মেন্সের কারণে ভারতীয় টীম ম্যানেজমেন্ট তাকে দলে ফিরিয়ে নিয়ে এসেছেন এবং বর্তমানে তিনি দলের হয়ে একজন ফিনিশারের ভূমিকা পালন করে চলেছেন। কিন্তু ৩৭বছর বয়সি এই তারকা ক্রিকেটার ছোট ফরম্যাটে পার্ফর্মেন করে দেখালেও একদিবসীয় ফরম্যাটে নিজেকে কতটা ফিট রাখতে পারবেন সেটা বড়ো সংশয়ের বেপার এবং তাছাড়াও ভারতীয় টীম ম্যানেজমেন্ট তার পরিবর্তে ঋষভ পান্থ এবং সঞ্জু সামসনকে একজন উইকেটকিপার ব্যাটসম্যান ও ফিনিশার করে তুলতে মরিয়া প্রচেষ্টা চালাবে। তাই মনে করা যাচ্ছে পরের এশিয়া কাপে দীনেশ কার্তিক দলের হয়ে মাঠে নাও মানতে পারেন।