T20 World Cup 2022: হাতে মাত্র আর কয়েক দিনের প্রতীক্ষা, তারপরেই অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে চলেছে এই বছরের t20 বিশ্বকাপের আসর। ক্রিকেট ইতিহাসের অব থেকে ছোট এই ফরম্যাটের চাহিদা এতটাই বৃদ্ধি পেয়ে চলেছে যার ফলে বিশ্বের বিভিন্ন্য কোন থেকে ক্রিকেট খেলার প্রতি চাহিদা এবং আগ্রহ ক্রমশ দেখিয়ে চলেছে বিভিন্ন্য দেশগুলি। এছাড়াও এটাও বলা যেতে পারে বর্তমান ক্রিকেট বিশ্বের প্রায় সমস্ত উঠতি তরুণ ক্রিকেটাররা ক্রিকেটের সব থেকে ছোট ছোট এই ফরম্যাটের হাত ধরেই আন্তর্জাতিক মঞ্চে পা রেখে চলেছেন।

বিশ্বকাপের কথা ভেবে বাকি দেশগুলির মতো ভারতীয় দল নিজেদের ১৫জন সদস্যের দল ঘোষণা এযিমধ্যেই করে ফেলেছে বলে আমরা জানি। কিন্তু বিশ্বকাপের আগেই ভারতীয় দলের ২জন সুপারস্টার ক্রিকেটার রবীন্দ্র জাদেজা এবং জাসপ্রিত বুমরাহ চোট পেয়ে ছিটকে যাওয়াতে ভারতীয় দল বেশ কিছুটা চাপের মধ্যে আছে সে কথা বলা নিশ্চিত। যদিও ভারতীয় নির্বাচক মন্ডলী স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে আরো ৪জন ক্রিকেটারকে রেখে দিয়েছেন। এই বছর বিশ্বকাপের জন্য বিসিসিআই যেমন তরুণ ক্রিকেটদের সুযোগ দিয়েছে ঠিক তেমনি খুব কঠিন বিশ্লেষণ করেই দল গঠন করেছে বলেই মনে করা যাচ্ছে। কারণ এই বিশ্বকাপের দলে ভারতীয় নির্বাচক মন্ডলী বেশ কিছু ক্রিকেটারকে দলে যুক্ত করেনি,যাতে মনে করা যাচ্ছে সেটা যথেষ্ট উচিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ এই ক্রিকেটাররা বর্তমানে সেই ভাবে নিজেদের উপযুক্ত ফর্ম এবং পারফর্মেন্স কোনোটাই করে দেখতে পারছেননা। এখন দেখে নেওয়া যাক এমন ৫ জন ক্রিকেটার যাদের এই বিশ্বের মঞ্চ থেকে বঞ্চিত করেছে ভারতীয় নির্বাচক মন্ডলী।
শিখর ধবন
এই তালিকায় সর্বপ্রথম নামটি হলো তারকা ওপেনার ব্যাটসম্যান শিখর ধাবনের। বাঁহাতি এই ব্যাটসম্যান এই বছর আইপিএল এর মঞ্চে ভালো পারফর্মেন্স করার সুবাদে পুনরায় ভারতীয় দলে সুযোগ পেয়েছে যদিও তিনি ক্রিকেটের সব থেকে ছোট ফরম্যাটে দলে জায়গা করে নিতে পারেননি। ধবন ভারতীয় দলের হয়ে বেশ কয়েকটি একদিবসীয় সিরিজে অংশগ্রহন করেছেন যার মধ্যে শেষ ১০টি ইনিংসে মাত্র ৪টি অর্ধ শতরানের ইনিংস রয়েছে। এছাড়াও চলতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিবসীয় সিরিজে তাকে অধিনায়ক করা হয়েছে কিন্তু প্রথম ম্যাচেই তিনি ব্যাট হাতে পুনরায় ব্যর্থ হয়ে মাত্র ৪রান করে আউট হয়েছেন। তাই মনে করা যাচ্ছে বিশ্বকাপের মঞ্চে তাকে সুযোগ না দিয়ে ভারতীয় নির্বাচক মন্ডলী সঠিক কাজ করেছেন।