সুরেশ রায়না
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina) বিশ্ব ক্রিকেটে একজন বিধংসী পাওয়ার হিটার ব্যাটসম্যান এবং অবিশ্বাস্য ফিল্ডার হিসাবে বিখ্যাত। Mr IPL নামে বিখ্যাত রায়না নিজের আইপিএল কেরিয়ারেও বহু অসাধ্য সাধন করে দেখিয়েছেন। আইপিএল এর ইতিহাসে বাঁহাতি এই তারকা ক্রিকেটার হলেন তৃতীয় সর্বাধিক রান আউট এর মালিক যিনি ১৬টি রান আউট করেছেন। এছাড়াও তিনি এখনো অব্ধি তার আইপিএল কেরিয়ারে মোট ১৯৫টি ম্যাচ খেলে ৫৪৩০ রানের পাশাপাশি ১০২টি ক্যাচ শিকার করেছেন।