আইপিএল, বিশ্ব ক্রিকেটের সর্বাধিক জনপ্রিয় একটি ক্রিকেট লীগ। আধুনিক যুগের ক্রিকেটে আইপিএল হলো এমন একটি ক্রিকেট লীগ যেখানে খেলার জন্য বিশ্ব ক্রিকেটের প্রতিটা কোন থেকে বহু চেনা অচেনা ক্রিকেটার এই লীগ এ অংশগ্রহন করার জন্য মুখিয়ে থাকে। এই প্রতিযোগিতার জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়ে চলেছে যার ফলে ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেট ফ্যানরাও এই প্রতিযোগিতার প্রতি ক্রমশ আকৃষ্ট হয়েই চলেছে সে কথা বলা যেতেই পারে। এছাড়াও এই টুর্নামেন্টের জনপ্রিয়তা ক্রমশ বেড়ে চলার কারণে আইপিএল নির্বাচন কমিটি এই বছরের মেগা নিলামের আগেই আরো দুটি দলের সংযোজন করা হয়েছে।
একজন ক্রিকেটার সর্বদা চেষ্টা করে তিনি যেনো বিশ্ব ক্রিকেটের সমস্ত ক্রিকেটারকে টপকে নিজেদের সেরা প্রমান করতে পারে এবং একজন ক্রিকেটার সর্বদা প্রতিটা বিভাগে নিজেদের উন্নত করতে কঠিন পরিশ্রম করে চলে। ব্যাটিং এবং বোলিং বিভাগের মতোই ফিল্ডিং হলো এমন একটি দিক যেখানে একজন ক্রিকেটার নিজের সেরা পারফর্মেন্স প্রায় সব ম্যাচেই করে দেখাতে সক্ষম হয়ে থাকেন। ভালো ফিল্ডিং যেকোনো ক্রিকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দেবার ক্ষমতা রাখেন। তাই একজন ফিল্ডারকে সর্বদাই একটি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে মনে করা হয়ে থাকে। আইপিএল এর ইতিহাসেও আমরা বেশ কিছু অসাধারণ ফিল্ডারদের দেখেছি এক হাতে বহু ম্যাচ জিতিয়েছেন। আমরা এখানে এমন ৫জন ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যারা আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি রান আউট করেছেন।
রবীন্দ্র জাদেজা
ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের সেরা ফিল্ডারদের মধ্যে অন্যতম একজন হলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ভারতীয় এই তারকা অলরাউন্ডার ব্যাট এবং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও বিশ্ব ক্রিকেটে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। বাঁহাতি এই তারকা ক্রিকেটার বর্তমানে আইপিএল দল চেন্নাই সুপার কিংসের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার,এছাড়াও তিনি আইপিএল এ গুজরাট লায়ন্স এবং রাজস্থান রয়্যালসের হয়েও ক্রিকেট খেলেছেন। জাদেজা এখনো অব্ধি নিজের আইপিএল কেরিয়ারে ১৮৬টি ম্যাচ খেলে ২১৮৫রান এর পাশাপাশি গা৪টি উইকেট নিয়েছেন। এছাড়াও তিনি ৬৮টি ক্যাচ নিয়েছেন এবং ২১টি রান আউট করেছেন যা এখনো অব্ধি আইপিএল এর ইতিহাসে সর্বাধিক রান আউট এর রেকর্ড হয়ে রয়েছে।