কে এস ভরত
এই বছর আইপিএল এ রয়েল চ্যালেঞ্জর্স বেঙ্গালোরের হয়ে তার অসাধারণ পারফর্মেন্স এখনো ক্রিকেট প্রেমীদের মনে তরতাজা। তরুণ এই ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান এই বছর বিজয় হাজারে ট্রফিতেও অসাধারণ পারফর্মেন্স করে দেখিয়েছেন। যেহেতু আগামী বছর আইপিএল এর জন্য বেঙ্গালোর দল তাকে মেগা নিলামে ছেড়ে দিয়েছে তাই আশা করা যাচ্ছে তাকে দলে পেতে বাকি আইপিএল দলগুলি বেশ মোটা টাকার দর হাঁকাতে পারে।