TOP 5: ভারতীয় ক্রিকেটের এই ৫ তরুণ নক্ষত্র যারা ভবিষ্যতে করবে প্রত্যাশা পূরণ !! 1

অশ্বিনী কুমার

Ipl 2025
Ashwini Kumar | Image: Getty Images

মুম্বাই ইন্ডিয়ান্সের পেস আক্রমণে নতুন নাম অশ্বিনী কুমার (Ashwini Kumar)। IPL–এ অভিষেক ম্যাচেই কামাল করেছিলেন অশ্বিনী। নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩ ওভারে ৮ রানের বিনিময়ে তুলে নেন ৪ উইকেট। বর্তমানে ভারতীয় দলের সেই অর্থে বায়াতি পেশারের বেশ অনুপস্থিতি বোধ করা যায় বিশেষ করে ডানহাতি ব্যাটসম্যানদের ক্ষেত্রে বাঁ হাতি বোলাররা বড় সমস্যা তৈরি করে। যে কারণে অশ্বিনী কুমারের মতন একজন তরুণ পেশারকে ভারতীয় দলের প্রয়োজন। তাঁর হাতে ভারতের গতি আক্রমণের ভবিষ্যৎ এক নতুন রূপ পেতে পারে।

Read Also: মুরলিধররন বা আশ্বিন নন, আন্তর্জাতিক ক্রিকেটের এই ব্যর্থ তারকাকে নিজের গুরু বলে চমক দিলেন মেহেদী হাসান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *