TOP 5: ভারতীয় ক্রিকেটের এই ৫ তরুণ নক্ষত্র যারা ভবিষ্যতে করবে প্রত্যাশা পূরণ !! 1

বৈভব সুর্যবংশী

Ipl 2025, team india, Vaibhav Suryavanshi
Vaibhav Suryavanshi | Image: Getty Images

তালিকা চতুর্থ নাম্বারের রয়েছে বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। (Vaibhav Suryavanshi) বিহারের মাত্র ১৪ বছর বয়সে বৈভব সূর্যবংশী এই বছরেই আইপিএলের অভিষেক করেছেন। রাজস্থান দলের হয়েই মাত্র ১৪ বছর বয়সেই IPL–এ তাবর তাবর বোলারদের কালঘাম ছুটিয়েছেন। এবারের আইপিএলে শতক হাঁকিয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন বৈভব সুর্যবংশী। ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসে এটাই সবচেয়ে কম বয়সে শতক করার নজির। তাঁর এই কৃতিত্বই প্রমাণ করে, ভারতীয় ক্রিকেট ভবিষ্যতে এক বিরল প্রতিভার সাক্ষী হতে চলেছে। ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলার লাইসেন্স পেয়ে গিয়েছেন এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের খেলায় সিরিজের টপ স্কোরার হয়েছিলেন তিনি খুব শীঘ্রই ভারতীয় দলে নিতে পারেন বৈভব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *